মমতা দেখিয়ে দিচ্ছেন তিনি কে ও কী, মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিরোধীদের চরম কটাক্ষ কবীর সুমনের
আজকাল | ২২ সেপ্টেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : এই প্রথম নয়, এর আগেও তিনি বারবার সরব হয়েছেন। নানা পরিস্থিতিতে কার্যত পক্ষ নিয়েছেন এবং জানিয়েছেন তিনি মমতার পাশেই রয়েছেন। আরও একবার সমাজমাধ্যমে সেটাই লিখেছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী কবীর সুমন।
আরজি কর কাণ্ড নিয়ে আন্দোলন, বিদ্রোহের মাঝে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন বার্তা দিয়েছেন বারবার, তিনি দোষীদের সর্বোচ্চ সাজার পক্ষে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন সমস্যা সমাধানে, ঠিক তেমনই ছুটে গিয়েছেন বন্যাদুর্গত এলাকায়। তবুও বারবার লক্ষণীয়, লাগাতার ব্যক্তি আক্রমণ এসেছে তাঁর প্রতি। আর সেইসব প্রসঙ্গ তুলে ধরেই সুমন লিখেছেন, ' শ্রীমতী মমতা দেখিয়ে দিচ্ছেন তিনি কে ও কী।' একহাত নিয়েছেন বিরোধীদের।
সমাজমাধ্যমে লম্বা পোস্ট দিয়েছেন তিনি। তাতে বেশকিছু প্রশ্ন তুলে ধরেছেন তিনি। কবীর সুমন লিখেছেন, 'কদিন আগেও যারা সদলে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছিল, চটিপিসি শকুনপিসি চটিবুড়ি কালীঘাটের ময়না বলে অনর্গল চ্যাঁচাচ্ছিল এই মুহূর্তে তারা কোথায়। এই রাজ্যের কোন বন্যাদুর্গত এলাকায় গিয়ে তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে। মার্ক্সিস্ট আর হিন্দুত্ববাদীদের চটিপিসি কিন্তু চটি খুলে খালি পায়ে এক হাঁটু বন্যার পানিতে গ্রামে গ্রামে দেখে বেড়াচ্ছেন ক্ষতির বহর। সতর্ক করে দিচ্ছেন গ্রামবাসীদের - জল আরও বাড়তে পারে।'
তিনি আরও লেখেন, 'এই শহরের স্মার্ট ইংলিস বলা প্রসাধনঘষা পপুলার ব্যক্তিত্বরা কোথায় গেল। কোথায় গেল বিদ্রোহীরা। বন্যাদুর্গত এলাকায় এলাকায় তারা কেউ নেই কেন।' বামেদের একহাত নিয়ে লেখেন, 'আমার বন্ধুস্থানীয় দু একজন উচ্চশিক্ষিত ব্যক্তিকে ফেসবুকে লিখতে দেখেছি - মমতা রাক্ষুসী। এরা নিজেদের পরিচয় দেয় মার্ক্সবাদী ব'লে, CPIM সমর্থক ব'লে। গা ঘিন ঘিন করে।'
তারপরেই লিখেছেন, 'শ্রীমতি মমতা দেখিয়ে দিচ্ছেন তিনি কে ও কী। '
লম্বা পোস্টে উঠে এসেছে বামফ্রন্ট বিরোধী গণ আন্দোলন, মহাশ্বেতা দেবী প্রসঙ্গ। বিশিষ্ট সঙ্গীতশিল্পী লিখেছেন, 'এই বুড়ো বয়সে আমি কারুর কোনও কাজে লাগতে পারব না। শরীরটাও গিয়েছে। কিন্তু এটা জেনে মরব যে এক সাধারণ-অসাধারণ বাঙালি মহিলাকে দেখেছিলাম যিনি নানান বৈপরীত্যে, কন্ট্রাডিকশনে ভরা রক্তমাংসের এক নেতা, সাধারণ জনতার বন্ধু অভিভাবক। বামফ্রন্টবিরোধী গণ আন্দোলনের নেতা মহাশ্বেতা দেবী আমায় সেই সময়ে বলেছিলেন - "কবীর রে, মমতার বুকে মাথা রেখে কাঁদা যায়।"
একেবারে শেষে তিনি লেখেন, 'আমি জানি অনেক প্রগতিশীল উচ্চশিক্ষিত বাঙালি আমার নামে শুধু গালাগালি দেয়, দিয়ে যাবে। ওটাই তাদের স্বধর্ম। কিন্তু আমার মৃত্যুর অনেক পরেও আমার রেখে যাওয়া কথাসুরতালছন্দের চিহ্নগুলো থেকে যাবে। তাদের পড়ে থাকবে বড়জোর ক্রমশ বিবর্ণ হতে থাকা ছবি, ছাই, হাড়গোড়। জয় বাংলা! জয় বাংলা ভাষা!'