মা উড়ালপুলে চিনা মাঞ্জার দৌরাত্ম্য, রক্তাক্ত পুলিশকর্মী
আজকাল | ২২ সেপ্টেম্বর ২০২৪
তীর্থঙ্কর দাস: ফের চিনা মাঞ্জার কবলে বাইক আরোহী। এবার আহত পুলিশকর্মী। রবিবার মা উড়ালপুলে রক্তাক্ত পুলিশ আধিকারিক। কপালে এবং মাথায় আঘাত লেগেছে। চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বিধাননগর পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মরত শাহনওয়াজ। রবিবার বিকেলে বাইক চালিয়ে পার্ক সার্কাস থেকে চিংড়িহাটার দিকে যাচ্ছিলেন তিনি। উড়ালপুল যাওয়ার সময় ঘুড়ির সুতো চিনা মাঞ্জা তাঁর কপালে লাগে। মুহূর্তে রক্তাক্ত হয়ে যান বিধাননগর পুলিশে সাব ইন্সপেক্টর। কপাল কেটে সঙ্গে সঙ্গে রক্ত বেরতে শুরু করে। ওই পরিস্থিতিতেও মাথা ঠাণ্ডা রেখে বাইক উড়ালপুলের ধারে নিয়ে দাঁড় করান। তার পরই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিশ্বকর্মা পুজোর আগে হোক বা পরে, মা উড়ালপুলে চিনা মাঞ্জার কবলে পড়েন একাধিক বাইক আরোহী। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কোনোভাবেই রোখা যাচ্ছেনা দুর্ঘটনা। মা ছাড়াও শহরের একাধিক রাস্তা বিশেষত উড়ালপুলগুলোতে বিপজ্জনক চিনা মাঞ্জায় আহত হওয়ার একাধিক ঘটনা প্রায়ই ঘটছে। উড়ালপুলে তারের জাল লাগিয়েও চিনা মাঞ্জার দৌরাত্ম্য পুরোপুরি কমানো যায়নি। এক বাইক আরোহী আজকাল ডট ইনকে জানান, তিনি চিনা মাঞ্জার ভয়ে মা উড়ালপুল থেকে আর যাতায়াত করেন না। দেরি হলেও উড়ালপুলের নিচের রাস্তা ধরেই গন্তব্যে পৌঁছন তিনি।