• সরকারী কর্মচারীদের সমস্যা শুনতে এবার ‘দুয়ারে ফেডারেশন’
    বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, মালদহ: নিজেদের সদস্যদের পেশাগত ও অন্যান্য সমস্যার সমাধানে এবার জেলায় জেলায় ও ব্লকে ব্লকে যাবেন তৃণমূল কংগ্রেস প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতৃত্ব। এই কর্মসূচি শুরু হল মালদহ থেকে। দু’দিন ধরে সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা জানার পাশাপাশি রাজ্য সরকারের প্রতি তাঁদের আস্থা অর্জনের কাজও করে সংগঠনের নেতৃত্ব। এই কর্মসূচিতে অংশ নেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক। রবিবারও তিনি সংগঠনের সদস্যদের নিয়ে একটি বাইক মিছিল করেন। সংগঠনের জেলা সভাপতি চিরঞ্জীব মিশ্র বলেন, রাজ্য আহ্বায়ক মালদহ দিয়ে ‘দুয়ারে কর্মচারী ফেডারেশন’ কর্মসূচি শুরু করলেন। 
  • Link to this news (বর্তমান)