সংবাদদাতা, পতিরাম: আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে মৃত বধূর স্বামীকে গ্রেপ্তার করল পতিরাম থানার পুলিস। মৃত বধূর নাম পূর্ণিমা বর্মন (২৬)। শ্বশুরবাড়ি বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের মারগ্রামে। শনিবার সন্ধ্যায় মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের তরফে জানা গিয়েছে, ছ’বছর আগে পূর্ণিমার বিয়ে হয়। পাঁচ বছরের যমজ মেয়ে আছে তাঁর। স্বামী পিন্টু বর্মন পেশায় নির্মাণ শ্রমিক।
অভিযোগ, বিয়ের পর থেকেই পরিবারে ঝামেলা লেগেই থাকত। বধূকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিত পিন্টু। শনিবার সন্ধ্যায় পূর্ণিমাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়। এনিয়ে পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। পতিরাম থানার ওসি সৎকার সাংবো বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরই মৃতার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল, সোমবার তাকে আদালতে তোলা হবে।