হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দক্ষিণ টাল বাংরুয়া গ্রামের বাসিন্দা নাইমুল হক, স্ত্রীকে নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। বাইকটি হাসপাতাল চত্বরে রাখা ছিল। ডাক্তার দেখানোর পর দেখেন, তাঁর বাইকটি চুরি গিয়েছে। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিস খোঁজ শুরু করেছে।