• বন্যার জেরে অগ্নিমূল্য খাদ্যসামগ্রী! আজ পর্যালোচনা বৈঠক
    বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও কলকাতা: নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দামবৃদ্ধি রুখতে আজ, সোমবার নবান্নে বৈঠক ডেকেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে থাকবেন সংশ্লিষ্ট দপ্তরগুলির সচিব ও অন্য অফিসাররা। সরকারের টাস্ক ফোর্স এবং ব্যবসায়ী সংগঠনগুলির সদস্যদেরও এই বৈঠকে ডাকা হয়েছে। কলকাতার বাজারগুলিতে সব্জি আসে মূলত নিকটবর্তী কয়েকটি জেলা থেকে। এই জেলাগুলির বেশিরভাগ জায়গায় বন্যা এবং ফসল নষ্ট হয়নি। তবুও দক্ষিণবঙ্গের কিছু জেলার বন্যাকে ঢাল করেই কিছু অসাধু ব্যবসায়ী সব্জির খুচরো দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে। নবান্ন সূত্রের খবর, বন্যার কারণে জেলাগুলিতে ফসলের ক্ষয়ক্ষতিরও হিসেব নেওয়া হবে মুখ্যসচিবের বৈঠকে এবং প্রতিকার খুঁজতে পর্যালোচনাও করা হবে বিষয়টির। এই অবস্থায় সব্জির দাম নিয়ন্ত্রণে রাখতে টাস্ক ফোর্সকে আরও গুরুত্ব দিয়ে বাজারে নামানোর সিদ্ধান্ত নিল রাজ্য কৃষিজ বিপণন দপ্তর। পাশাপাশি, সুফল বাংলা স্টল থেকে বেশি পরিমাণে সব্জি বিক্রির পরিকল্পনাও করা হয়েছে। কৃষিজ বিপণন দপ্তর সূত্রের খবর, ইতিমধ্যেই সব্জির দামের সরকারি তালিকা তৈরি করে তা বিক্রেতাদের হাতে দেওয়া হয়েছে। সুফল বাংলা স্টল থেকে ২৭ টাকা কেজি দরে আলু ও ৬০ টাকা কেজি দরে টোম্যাটো, ৪৫ টাকায় পেঁয়াজ এবং ৮৫ টাকায় আদা বিক্রির কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, ধার্য হয়েছে পটোল ৪৫ টাকা এবং কাঁচালঙ্কা ৯৫ টাকা। লাউ, পেঁপের দামও বেঁধে দেওয়া হয়েছে। এই বিষয়ে বিভাগীয় মন্ত্রী বেচারাম মান্না মন্ত্রী জানান, পুজো মরশুমের জন্য অতিরিক্ত ২০০ সুফল বাংলা স্টল চালু করা হবে।
  • Link to this news (বর্তমান)