• চাপ সামলাতে হাওড়া-এনজেপি স্পেশাল ট্রেন
    বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: যাত্রীদের চাপ সামলাতে হাওড়া-এনজেপি সাপ্তাহিক পুজো স্পেশাল ট্রেন দিল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। ৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত প্রতি বুধবার হাওড়া থেকে (০৩০২৭) বিশেষ ট্রেনটি রাত ১১টা ৫৫ মিনিটে ছাড়বে। নিউ জলপাইগুড়ি এসে পৌঁছবে পরেরদিন সকাল ১০টা ৪৫ মিনিটে। একইভাবে ১০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এনজেপি থেকে পুজো স্পেশাল ওই ট্রেন (০৩০২৮) প্রতি বৃহস্পতিবার বেলা ১২টা ৪৫ মিনিটে রওনা হয়ে হাওড়ায় পৌঁছবে রাত ১২টা ১০ মিনিটে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা রবিবার বলেন, হাওড়া-এনজেপি ছাড়াও শালিমার থেকে অসমের রাঙাপাড়া নর্থ (০৮০৪৭) স্পেশাল ট্রেন ৪ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত প্রতি শুক্রবার শালিমার থেকে সন্ধ্যা ৬টায় ছাড়বে। রাঙাপাড়া নর্থ স্টেশনে পৌঁছবে পরদিন দুপুর ১টা ৪০ মিনিটে। রাঙাপাড়া নর্থ থেকে শালিমার পর্যন্ত প্রতি শনিবার ওই ট্রেনের (০৮০৪৮) পরিষেবা মিলবে ৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত। ট্রেনটি রাঙাপাড়া নর্থ থেকে ছাড়বে বিকেল সাড়ে ৪টেয়। শালিমার পৌঁছবে পরদিন দুপুর সাড়ে ১২টায়। এছাড়াও পুজো স্পেশাল উপলক্ষ্যে আগ্রা ক্যান্ট থেকে বিহারের ফরবেশগঞ্জ পর্যন্ত ট্রেন দেওয়া হয়েছে। 
  • Link to this news (বর্তমান)