• মাটিয়ায় পেট্রল পাম্পের পাইপ লিক করে আগুন, আতঙ্কিত এলাকাবাসী
    বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বসিরহাট: বসিরহাটের মাটিয়া থানার বিবিপুর পেট্রল পাম্পের পাশে রবিবার সাড়ে ১১টা নাগাদ বিকট আওয়াজ হয়। তারপরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পেট্রল পাম্প লাগোয়া এলাকার বাসিন্দা থেকে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। দমকলের একাধিক ইঞ্জিন এসে পরিস্থিতি স্বাভাবিক করে।


    পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাটিয়া থানার বিবিপুর এলাকায় টাকি রোডে রয়েছে একটি পেট্রল পাম্প। পাম্পের রিজার্ভারে কয়েকদিন আগেই লিক হয়েছিল। সেটি সারাইয়ের কাজ হয়েছিল। কিন্তু ১৫ দিনের মধ্যেই তাতে আবার লিক দেখা যায়। রিজার্ভার থেকে যে বিভিন্নভাবে পেট্রল লিক হতে শুরু করে। সেই পেট্রল রাস্তার ধারে নর্দমায় চলে আসে। আর চুইয়ে আসা সেই পেট্রলেই রবিবার সকালে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা কেউ হয়তো অজান্তেই ড্রেনের মধ্যে আগুন ফেলে দেন। তারপরেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। পেট্রল পাম্পের একাংশেও আগুন লেগে যায় বলে অভিযোগ। খবর দেওয়া হয় দমকলে। তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। 


    স্থানীয়রা বলেন, ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু হয়নি। এরপর এলাকার মানুষকে সচেতন করতে পুলিসের পক্ষ থেকে মাইকিং করা হয়। গ্যাস সিলিন্ডার ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি হয় সাময়িকভাবে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)