সংবাদদাতা, উলুবেড়িয়া: কাজ সেরে বাড়ি ফেরার পথে বন্যার জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে জয়পুর থানার নকুবাড় এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সমর মাইতি (২৬)। বাড়ি জয়পুর থানার মহকালপুরে। রবিবার সন্ধ্যায় এনডিআরএফ তাঁর দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার কলকাতা থেকে কাজ সেরে জলমগ্ন জয়পুর-মুচিঘাটা রাস্তা দিয়ে ফিরছিলেন সমরবাবু। নকুবাড়ের কাছে রাস্তার উপর দিয়ে প্রবল স্রোত বইছিল। স্থানীয়রা জানিয়েছেন, সেই জায়গা পার হওয়ার সময় জলের তোড়ে ভেসে যান তিনি। পুলিস ও এনডিআরএফ নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি শুরু করে। রবিবার সন্ধ্যায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়। প্রশাসন সূত্রে খবর, বন্যার জলে ভেসে গিয়ে উদয়নারায়ণপুরে তিনজন এবং জয়পুরে একজন, অর্থাৎ মোট চারজনের মৃত্যু হল।