নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: গঙ্গার ভাঙনের আতঙ্কে কাঁটা মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। রবিবার রাত ১১টার পর থেকে ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে ওই এলাকা। নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা থেকে মাটি ধসে ধসে পড়ছে নদীর জলে। লোহরপুর এলাকায় একটি মসজিদ জলে পড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সাধারণ মানুষ গতকাল রাত থেকেই দু’চোখের পাতা এক করতে পারেননি। কখন কী হয়, বলা শক্ত। অবস্থা এমন যে, ঘর থেকে জিনিসপত্র বের করে এলাকা ছেড়ে পালাচ্ছেন বহু বাসিন্দারা।
বিশেষ বিষয় হল, ফরাক্কা ব্যারেজে ডাউন স্ট্রিম ও আপস্ট্রিমে গঙ্গায় ব্যাপকভাবে জলস্তর বাড়ছে। ফারাক্কা সূতি-১ ও ২, সামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ -২, লালগোলা ব্লকে জলস্তর বৃদ্ধি হওয়ায় রাতেই বন্যার সর্তকতা জারি করেছে জেলা প্রশাসন।
অন্যদিকে, নিমতিতা, নুরপুর ও গেরিয়াতেও গঙ্গার জল বিপদ সীমা পার করেছে। সোমবার সকালে নিমতিতায় জলস্তর ২২.১৭ মিটার। সেখানে জলের বিপদ সীমা নির্ধারিত রয়েছে ২১.৯০ মিটার। নুরপুরের কাছে গঙ্গার জলস্তর ২১.৩৩ মিটার। সেখানে বিপদসীমা নির্ধারিত ২১.০৩ মিটার। গেরিয়াতে এদিন সকালে গঙ্গার জলস্তর রয়েছে ২১.১৮ মিটার। সেখানে বিপদসীমার স্তর ২০.৯৪ মিটার। ফলে এই এলাকাগুলোতেও শঙ্কা বাড়ছে স্থানীয় বাসিন্দাদের।