• RG Kar মামলায় সিবিআই দপ্তরে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ
    প্রতিদিন | ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • বিধান নস্কর, দমদম: আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় এবার পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে তলব করল সিবিআই। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন। যদিও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তলবের বিষয়টি এড়িয়ে জানান, তাঁর নিজের কিছু নথি দেওয়ার আছে। তাই সিবিআইয়ের কাছে সময় চেয়েছিলেন। আজ সেসব নথি নিয়ে এসেছেন। মৃতার বাড়ি তাঁরই বিধানসভা এলাকায়। ফলে বিধায়ককে তলবের বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। 

    গত  ৯ আগস্ট যখন আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে যখন নির্যাতিতার মৃতদেহ পানিহাটির বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, সেই মুহূর্তে মৃতদেহ সৎকার নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গিয়েছিল স্থানীয় বিধায়কের। এমনই বেশ কিছু ছবি ও তথ্য আগেই সিবিআই-এর হাতে এসেছিল। কী কারণে দেহ সৎকারে স্থানীয় বিধায়ক নির্মল ঘোষের এত তৎপরতা? এই প্রশ্নে তখন থেকেই কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে ছিলেন তিনি। এনিয়ে বার বার ঘোলা থানার আইসিকেও তলব করা হয়েছিল। কিন্তু তিনি গরহাজির ছিলেন। এর পর একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকী সেদিনের ভিডিও ফুটেজে শ্মশানের ছবি দেখেন সিবিআই আধিকারিকরা। এর পরই নির্মল ঘোষকে তলব করা হল বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)