পুজোয় অনুদানের হিসাব নিয়ে CAG-কে রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের
এই সময় | ২৩ সেপ্টেম্বর ২০২৪
দুর্গাপুজোয় অনুদানের টাকার খরচের হিসাব পুজো কমিটিগুলি দিচ্ছে কি না, তা খতিয়ে দেখে সিএজি (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে)-কে রিপোর্ট পেশ করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের।পুজোর অনুদান সংক্রান্ত মামলার শুনানিতে ওই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। ওই অনুদান নিয়ে রাজ্যকে কটাক্ষও করেছেন প্রধান বিচারপতি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে তাঁর মন্তব্য, ‘৮৫ হাজার টাকার অনুদানে কিছু হয় না। আপনারা ১০ লক্ষ টাকা করে দিন।’
প্রধান বিচারপতি আরও বলেন, ‘রাজ্য ইতিমধ্যে পুজোর অনুদানের টাকা বিলি করে ফেলেছে। ঠিক আছে। কিন্তু অনেক ক্ষেত্রে রাজ্য সরকার পর্যাপ্ত টাকা দেয় না। যেমন দুরারোগ্য অসুখে আক্রান্তদের যে মাসিক টাকা দেয়, তা পর্যাপ্ত নয়। সিলিকোসিসে আক্রান্তদের ব্যাপারে রাজ্য উদাসীন। এই ধরনের অনেক ক্ষেত্রে আদালত একাধিক নির্দেশ দিয়েছে। রাজ্যের উচিত সেগুলি বিবেচনা করা।’
মামলাকারীর আবেদন, গত কয়েক বছরে কোন কোন পুজো কমিটি রাজ্যের থেকে পাওয়া অনুদানের খরচের কোনও হিসাব দেয়নি তা খতিয়ে দেখতে সিএজি-কে খতিয়ে দেখতে নির্দেশ দিক আদালত। মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, ‘প্রতি বছর দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দিয়ে জনগণের করের টাকা অপচয় হচ্ছে। অনুদেওয়া অবিলম্বে বন্ধ হওয়া দরকার।’
পুজোর অনুদান নিয়ে এর আগেও আদালতে মামলা হয়েছে বহুবার। এ বছর দুর্গাপুজোর জন্য ক্লাব পিছু ৮৫ হাজার টাকা অনুদানের ঘোষণা করেছিল রাজ্য। যদিও আরজি কর কাণ্ডের পর অনেক পুজো কমিটিই সেই টাকা নেওয়ার থেকে পিছিয়ে এসেছে। যদিও সেই সংখ্যা হাতেগোনা।