• তৃণমূল প্রধানের সই জালের অভিযোগ দলেরই পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে
    এই সময় | ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • পঞ্চায়েত প্রধানের সই জাল করে জমির নথি বদলের অভিযোগ তৃণমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতেরই এক সদস্যের বিরুদ্ধে। ওই সদস্যের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধানের। এই ঘটনায় শোরগোল পড়েছে মালদার হবিবপুরের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ অস্বীকার করেছেন ওই গ্রাম পঞ্চায়েত সদস্য।পঞ্চায়েত প্রধান পুজা হাঁসদার অভিযোগ পঞ্চায়েত সদস্য রাজীব মণ্ডলের বিরুদ্ধে। পুজা পুলিশকে জানিয়েছেন নিজের আত্মীয়র জমি নিজের নামে হাতাতে রাজীব তাঁর সই জাল করেছেন। জাল করা হয়েছে প্রধানের লেটার হেড প্যাড ও সিল। আত্মীয়র জমির ওয়ারিশন সার্টিফিকেট রাজীব তাঁর নামে বার করেছেন বলে অভিযোগ। পঞ্চায়েত এলাকায় জমি বা সম্পত্তির ওয়ারিশন সার্টিফিকেট দেন সংশ্লিষ্ট প্রধান। প্রধানের দাবি, তাঁর ভাবমূর্তি নষ্ট করতেই ওই কাজ করেছেন রাজীব মণ্ডল। এ নিয়ে পুলিশে অভিযোগ জানানোর পাশাপাশি তিনি বিডিও-র কাছেও অভিযোগ জানিয়েছেন।

    রাজীবের আত্মীয়র অভিযোগ, পূর্বপুরুষের কাছ থেকে তিনি ১৫ জমি বিঘা জমি পেয়েছেন। প্রধানের সই জাল করে সেই জমির ওয়ারিশন সার্টিফিকেট নিজের নামে বার করেছেন রাজীব। পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার দাবি করেছেন ওই আত্মীয়।

    প্রধানের সই জালের অভিযোগ নিয়ে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জল দত্ত বলেন, ‘তৃণমূলের পক্ষে সব সম্ভব। প্রধানের সই জাল করা মারাত্মক অপরাধ। কার অনুপ্রেরণায় এই ঘটনা ঘটিয়েছে সেটাও তদন্ত করা উচিত।’

    মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, ‘দলের পক্ষ থেকে তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে দল কঠোর ব্যবস্থা নেবে।’
  • Link to this news (এই সময়)