৫ নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ হস্টেলের ওয়ার্ডেনের স্বামীর বিরুদ্ধে
এই সময় | ২৩ সেপ্টেম্বর ২০২৪
হস্টেলের ৫ নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল মহিলা ওয়ার্ডেনের স্বামীর বিরুদ্ধে। কলকাতার হরিদেবপুরের আবাসিক স্কুলের ঘটনা। শুধু ওই ওয়ার্ডেনই নন, এক প্রাইভেট ইংরেজি শিক্ষক এবং আরও একজনের বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন ছাত্রীরা। অভিযুক্ত ৩ জনকেই গ্রেপ্তার করেছে হরিদেবপুর থানার পুলিশ।সূত্রের খবর, ওই ওয়ার্ডেনের স্বামী সুপ্রিয় সিং মাঝে মধ্যেই হস্টেলে আসতেন। কিন্তু বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়নি বলে অভিযোগ। কয়েকজন নাবালিকা ছাত্রীকে অগস্ট মাসে যৌন হেনস্থা কর হয় বলে অভিযোগ। ছাত্রীরা এই ঘটনায় ভীত থাকত। অভিযোগ, ছাত্রীদের হুমকি দিয়ে বলা হয় কারও কাছে মুখ না খুলতে। ভয়ে ওই ছাত্রীদের আচার আচরণ বদলে যায়। তারা ভয়ে গুম মেরে থাকত।
প্রতি রবিবার ওই ছাত্রীদের সঙ্গে দেখা করতে আসেন তাদের পরিবারের সদস্যরা। অভিভাবকরা ওই ছাত্রীদের আচরণ বদলে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সন্তানদের জিজ্ঞাসা করলে তারা যৌন হেনস্থার বিষয়টি অভিভাবকদের জানায়। এই নিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় আরও দুই ব্যক্তির নাম উঠে আসে। তারা হল বিশ্বনাথ শীল এবং শোভন মণ্ডল। বিশ্বনাথ পেশায় প্রাইভেট ইংরেজি শিক্ষক এবং শোভন ওই স্কুলের সঙ্গে সম্পর্কযুক্ত।
ছাত্রীদের অভিভাবকরা হস্টেলের ফাদারের কাছে বিস্তারিত জানান। ফাদার রবিবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে সুপ্রিয় সিং, শোভন মণ্ডল এবং বিশ্বনাথ শীলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্তও। ছাত্রীদের শারীরিক পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে।
আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যজুড়ে। নারী নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে সরব সমাজের সব স্তরের মানুষ।। এরই মধ্যে খাস কলকাতায় ঘটে যাওয়া এই ঘটনা নতুন করে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।