দীর্ঘদিন জেলে থাকা সত্ত্বেও এখনও বিচার প্রক্রিয়াই শুরু হয়নি এনামুল হকের – আইনজীবীর এই সওয়ালের ভিত্তিতেই জামিন পেলেন তিনি। যদিও ইডি জামিনের বিরোধিতা করেছিল, কিন্তু তা খারিজ করা হয়েছে। আগেই সিবিআইয়ের মামলায় এনামুলের জামিন হয়েছিল। এবার ইডির মামলাতেও জামিন হওয়ায় দ্রুত জেলমুক্তি হবে বলে মনে করা হচ্ছে।
এনামুল, বিনয়, বিকাশ মিশ্র, বিএসএফ অফিসার সতীশ কুমার, অনুব্রত এবং সুকন্যা মণ্ডল–সহ মোট ১২ জন অভিযুক্ত লেখা ছিল চার্জশিটে। এনামুল–অনুব্রতদের ১৪টি সংস্থার নামও ছিল চার্জশিটে। সিবিআই সূত্রে খবর, গরুপাচার মামলায় অভিযুক্ত এনামুল হকের সঙ্গে একদা নিয়মিত কথা হতো অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলের। এনামুলকে ২০২০ সালের নভেম্বরে সিবিআই গ্রেফতার করে। যদিও সেই মামলায় আগেই জামিন পেয়েছিলেন এনামুল। আর এবার ইডির মামলা থেকেও জামিন পেলেন তিনি।