• গঙ্গা জল, গোবর ছিটিয়ে থানা শুদ্ধিকরণ, আরজি করের প্রতিবাদে অভিনব কর্মসূচি BJP-র
    হিন্দুস্তান টাইমস | ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে আজ রাজ্যজুড়ে থানা ‘শুদ্ধিকরণ’ কর্মসূচি পালন করা হল। এই কর্মসূচিতে এদিন রাজ্যজুড়ে প্রায় ১০০টি থানায় শুদ্ধিকরণ অভিযান চালায় বিজেপির মহিলা মোর্চা। এর অংশ হিসেবে এদিন বিভিন্ন থানার সামনে গঙ্গার পবিত্র জল ছিটিয়ে এবং ঝাড়ু দিয়ে ও গোবর ছিটিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি। কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় এদিন এই বিক্ষোভ করে পরে বিজেপির মহিলা মোর্চা।


    উত্তর কলকাতায় মহিলা মোর্চার পক্ষ থেকে ডিসি অফিসের সামনে গঙ্গাজল এবং ঝাড়ু নিয়ে শুদ্ধিকরণ অভিযান চালানো হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে দলের মহিলা কর্মী সমর্থকরা ডিসি অফিসের সামনে পৌঁছে যায়। সেখানেই তারা গঙ্গাজল দিয়ে রাস্তা ধুয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে। মহিলাদের এই অভিযানে সামিল ছিলেন দলের নেত্রী লকেট চট্টোপাধ্যায়, পূর্ণিমা চক্রবর্তী, নেতা তমোঘ্ন ঘোষ সহ বিজেপির একাধিক মহিলা ও পুরুষ কর্মীরা। এরফলে মানিকতলায় যানবাহন বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে।

    অন্যদিকে, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বেহালা থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপির মহিলা মোর্চা। সেখানে পুলিশের সামনেই গোবর জল ও গঙ্গাজল দিয়ে রাস্তা পরিষ্কার করেন কর্মী সমর্থকরা। পুলিশকে লক্ষ্য করে ক্রমাগত গঙ্গাজল ছেটান মহিলা মোর্চার কর্মীরা।

    অগ্নিমিত্রা বলেন, ‘থানাগুলি পবিত্রতা হারিয়েছে। তাই আমরা দক্ষিণ কলকাতার বেহালা থানায় এসেছি শুদ্ধ করার জন্য।’ আরজি করের ঘটনায় সিবিআই তদন্তভার নেওয়ার আগে পুলিশের বিরুদ্ধে এদিন একাধিক অভিযোগ তোলে বিজেপি।

    এর পাশাপাশি হাওড়া সদরের বিজেপির মহিলা মোর্চার সভাপতি পৌলমী আদকের নেতৃত্বে হাওড়া থানা শুদ্ধিকরণ কর্মসূচি নেওয়া হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা ট্রিব্রেওয়াল। এছাড়াও ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। মূলত দাবি, বাংলার মহিলারা সুরক্ষিত নয়, পুলিশও সুরক্ষিত নয়। তাই মহিলা মোর্চার দাবি পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি ও তোষণের অভিযোগ তুলে গঙ্গাজল ছিটিয়ে, ঝাড়ু দিয়ে থানা শুদ্ধিকরণ করে বিজেপি।

     এছাড়া, পুরুলিয়া জেলার প্রায় প্রত্যেকটি থানায় বিজেপি নেতাকর্মী সমর্থকরা জমায়েত করে গঙ্গাজল ছিটিয়ে, ঝাড়ু দিয়ে থানা শুদ্ধিকরণ করে। এদিন পুরুলিয়া সদর থানার মূল গেটে জমায়েত করেন তাঁরা। সেখানেই পুলিশ কর্মীদের সামনে থানার মূল গেটের বাইরে গঙ্গা জল ছিটিয়ে, ঝাড়ু দিয়ে থানা শুদ্ধিকরণ করেন বিজেপি নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা সহ অন্যান্য নেতাকর্মীরা । 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)