বন্যা পরিস্থিতি দেখতে কেন্দ্র টিম না পাঠানোয় ক্ষোভ মুখ্যমন্ত্রীর
এই সময় | ২৪ সেপ্টেম্বর ২০২৪
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে ফের কেন্দ্রীয় সরকারকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, আবাস বা ১০০ দিনের কাজ নিয়ে অভিযোগ উঠলে পর্যবেক্ষক দল পাঠায় কেন্দ্রীয় সরকার। অথচ, বন্যা দুর্গত রাজ্যে এখনও পর্যন্ত কোনও কেন্দ্রীয় টিম পাঠানো হয়নি কেন?’গত সপ্তাহ থেকে রাজ্যের একাধিক বন্যা কবলিত জেলা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবার সকালে পূর্ব বর্ধমান জেলায় বন্যা পরিস্থিতি দেখার পর বিকেলে দুর্গাপুরে আসেন। সেখানে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী বলেন, ‘আবাস যোজনা, একশো দিনের কাজ, গ্রামীণ রাস্তার কাজের খুঁত বের করতে কেন্দ্র লোক পাঠায়, কিন্তু বাংলার মানুষ বানভাসি হওয়ার পর কোনও কেন্দ্রীয় টিমের পাত্তা নেই।’
বাংলার একাধিক জেলায় বন্যার কারণে শুরু থেকেই ডিভিসিকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ডিভিসি কেন্দ্রীয় সরকারের অধীনে। কিন্তু আজ পর্যন্ত কোনও কাজ না করার ফলে লক্ষ লক্ষ মানুষের ঘর ডুবে যাচ্ছে। দুর্গাপুরে মমতা বলেন, ‘ওদের কাজ শুধু বাংলার বঞ্চনা করার। আর নির্বাচনের সময় এসে বাংলায় শুধু ভোট চাও। এই রাজনীতি বাংলার মানুষ গ্রহণ করবে না।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানে বৈঠক সেরে আজ, সোমবার বিকেলে দুর্গাপুর আসেন সড়ক পথে। প্রথমে তিনি দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন সীতারামপুর মানা এলাকায় জলমগ্ন এলাকাবাসীর সঙ্গে দেখা করেন। তাঁদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর সার্কিট হাউসে রাত্রিযাপন করতে যান। তাঁর জন্য সার্কিট হাউসে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। তৃণমূল নেতা-কর্মীরা ভিড় করেন সার্কিট হাউস চত্বরে। জেলা নেতৃত্বের সঙ্গে তিনি রাতে রাজনৈতিক আলোচনাও করতে পারেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, আগামিকাল মঙ্গলবার বীরভূম সফরে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। বীরভূমের কয়েকটি বন্যা কবলিত এলাকাও ঘুরে দেখতে পারেন তিনি। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জামিনের পর তাঁর এই জেলা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।