কোচবিহারের তৃণমূলের জনসংযোগ কর্মসূচি। দিনহাটার খট্টিমারি এলাকায় সভা থেকে দলের নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন উদয়ন। বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় এত মানুষের উপকার করছেন। মানুষের কল্যাণের জন্য কাজ করছেন। কিন্তু কিছু নেতারা সেই দুধে চোনা মিশিয়ে দিচ্ছে, ভোট নষ্ট করছে এমন নেতার আমার দরকার নেই'।
উত্তরবঙ্গ উন্নয়মন্ত্রীর অভিযোগ, 'বারণ করা সত্ত্বেও কেউ কেউ সালিশি সভায় যাচ্ছেন। ছেলে-মেয়ে বিয়ে, সেই সমস্যা মেটানোর জন্য সেই বাড়িতে যান। গিয়ে বিয়ের খরচের জন্য টাকা নেন। সেই বিয়ে টেকে না, সেই বিয়ে ভাঙে। কিন্তু টাকা ফেরত দিচ্ছেন না'। বলেন, 'আমার বাড়ি এসে লোকে অভিযোগ জানিয়েছেন। এসব লোকেদের দিকে আমাদের নজর রাখতে হবে'।
উদয়ন আরও দাবি, দিনহাটা মহকুমাতে সবচেয়ে বেশি বুড়িরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়ন হয়েছে। কিন্তু সেখানে বিজেপি বেশি ভোট পাচ্ছে। এই খারাপ ফলের জন্য দলীয় নেতাদের দায়ী করেছেন তিনি। উদয়ন বলেন, 'এই নেতারা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন না। তাই নির্বাচনে দলের ফলাফলে এই অবস্থা'।