• ঝাড়গ্রামে বজ্রপাতে দম্পতি-সহ ৪ জনের মৃত্যু, অসুস্থ আরও ২
    এই সময় | ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। এর মাঝেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ঝাড়গ্রাম। বাজ পড়ে মৃত্যু হল ৪ জনের। তড়িতাহত হয়ে আরও দু’জন আহত বলে জানা গিয়েছে।সোমবার দুপুরে হঠাৎ করে ঝাড়গ্রাম জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। লালগড় থানার অন্তর্গত বেলাটিকরী গ্রাম পঞ্চায়েতের শুটপিপুল গ্রামে জমিতে চাষের কাজ করছিলেন এক দম্পতি-সহ আরও বেশ কয়েকজন। চাষের মাঠের মাঝেই বাজ পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় লাল্টু পূজারী (৩৬) এবং তাঁর স্ত্রী কাজল(৩২)পূজারীর। এছাড়াও, অশোক সর্দার নামে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

    সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে লালগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে লাল্টু ও কাজলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়াও, লালগড় থানার অন্তর্গত গোয়ালডাঙ্গা এলাকায় পিন্টু শিকারি নামে এক ব্যক্তিও বজ্রপাতের কারণে জখম হয়। জানা গিয়েছে, আহত দু'জন রয়েছেন ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

    অপরদিকে, এদিন দুপুরে বেলিয়াবেড়া থানার অন্তর্গত এলাকায় বাজ পড়ে দু'জনের মৃত্যু হয়। জানা গিয়েছে, লাউপাড়া গ্রামে কৃষি জমি থেকে বাড়ি ফেরার সময় মিহির মহাপাত্র (৪০) নামের একজনের বজ্রপাতের কারণে মৃত্যু হয়েছে। এছাড়াও, চন্ডিয়াস গ্রামে খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় প্রফুল্ল মান্না (৪৯) নামে এক ব্যক্তির। স্থানীয় মানুষজন তাঁদেরকে উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে জানানো হয়েছে। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত শীঘ্রই নিম্নচাপে পরিণত হবে বলে জানানো হয়েছে।
  • Link to this news (এই সময়)