২০ লাখ মুক্তিপণ পাঠান! কলকাতা থেকে অপহৃত ব্যবসায়ীকে মালদায় উদ্ধার করল পুলিশ
হিন্দুস্তান টাইমস | ২৪ সেপ্টেম্বর ২০২৪
সোমবার ভোরে উত্তরবঙ্গের মালদা জেলার একটি গ্রাম থেকে কলকাতা থেকে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করল কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ। ওই অপহরণকারীদের সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ব্যবসায়ীকে অপহরণের জন্য ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।
তিনি বলেন, 'রবিবার গড়ফা থানায় আমাদের কাছে খবর আসে যে অনির্বাণ হাজরা নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার স্ত্রীকে ফোন করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
হুগলির ধনিয়াখালিতে ব্যবসা করেন অনির্বান।
পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৭টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রুবি হাসপাতাল ক্রসিংয়ের কাছে একটি গাড়িতে উঠতে দেখা যায় তাকে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে তার স্ত্রীর কাছে মুক্তিপণের দাবি করে ফোন করে অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। যে ফোন করেছিল সে ওই ব্যবসায়ীর মোবাইল ফোন ব্যবহার করেছিল।
স্থানীয় থানা ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তদন্তে নেমেছেন।
তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন এবং একটি ক্লিপ পেয়েছেন যেখানে তিনি ভিভান্তা হোটেলের কাছে একটি সাদা রঙের গাড়িতে উঠেছিলেন।
পুলিশ জানিয়েছে, কলকাতা থেকে ৩০০ কিলোমিটার উত্তরে মালদা জেলার মোথাবাড়ির একটি বাড়িতে অপহরণকারীদের সন্ধান করতে তদন্তকারীরা।
পুলিশের একটি দল মালদার উদ্দেশে রওনা দেয় এবং মালদা পুলিশের সহায়তায় সোমবার ভোরে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ছয়জনকে। সিসিটিভি ফুটেজে দেখা গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আরও জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদের কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে।
ধৃতদের নাম রহমত শেখ, মাসুম আনসারি, আব্দুস সায়েম, জাহাঙ্গীর শেখ, রকি আনসারি ও গোলাম মর্তুজা।
এক পুলিশ আধিকারিক বলেন, ওই ব্যবসায়ী অপহরণকারীদের কাউকেই চিনতেন কিনা, কোন পরিস্থিতিতে তিনি গাড়িতে উঠেছিলেন, তারপরে কী ঘটেছিল, অভিযুক্তদের ব্যাকগ্রাউন্ড সবটাই খোঁজ নেওয়া হচ্ছে।
ওই ব্যবসায়ীর কাছ থেকেও প্রয়োজনে সবটা জানার চেষ্টা করা হবে। তবে কলকাতা থেকে ব্যবসায়ীকে অপহরণ করে মালদার প্রত্য়ন্ত গ্রামে রেখে দেওয়ার ঘটনা যথেষ্ট উদ্বেগের। ওই অপহরণকারীদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।