রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের এবার গর্বের ৫০ বছর উদ্যাপন
বর্তমান | ২৪ সেপ্টেম্বর ২০২৪
মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: সুবর্ণজয়ন্তী বর্ষ উদ্যাপন হল রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের। ১৯৭৫ সালের ১ সেপ্টেম্বর পুরাতন মালদহে পথ চলা শুরু করেছিল এই স্কুলটি। এবারে চলতি বছরে সেপ্টেম্বর মাসে স্কুলটি ৫০ বছরে পা দিল। সম্প্রতি স্থানীয় একটি লজে জাঁকজমকভাবে সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন করা হয়। বাংলা, মহারাষ্ট্র, গুজরাত সহ বিভিন্ন রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য পরিবেশন করে স্কুলের পড়ুয়ারা।
এছাড়াও সঙ্গীতের মাধ্যমে ব্যায়াম, নানা অনুষ্ঠান হয়। নজর কাড়ে ঠাকুমার ঝুলির নীল কমল আর লাল কমল নাটক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক হরিস্বামী দাস, ডিপিএসসি চেয়ারম্যান বাসন্তী বর্মন, জেলা বিদ্যালয় পরির্দশক (প্রাথমিক) সুজিত সামন্ত, পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলার তথা ওই স্কুলের প্রাক্তন ছাত্র শত্রুঘ্ন সিনহা বর্মা, মালদহ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ সহ অন্যরা।
স্কুলে বর্তমানে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৩৮ জন পড়ুয়া রয়েছে। প্রধান শিক্ষক রয়েছেন মহন্ত কুমার মণ্ডল। এছাড়াও শিক্ষক এবং শিক্ষিকা হিসাবে রয়েছেন তুলসী মুর্মু, শিখা সরকার, অভিজিৎ দাস, সমীরণ মিশ্র, তনুশ্রী শাঠিয়ার, উৎপল কুমার ভৌমিক। প্রধান শিক্ষক বলেন, সুবর্ণ জয়ন্তী উদ্যাপন সুষ্ঠুভাবে হয়েছে। আমরা খুশি। ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বলেন, ৫০ বছর আগে স্কুল মাটির ঘর ছিল। এখন ভোল পাল্টে গিয়েছে। স্কুলে আরও পরিকাঠামো দরকার। আমরা বিভিন্ন মহলে জানাব।