• বেশকিছু ট্রেন বাতিল ও ৩৯টি ট্রেনের রুট বদল
    বর্তমান | ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, শিলিগুড়ি: রাঙাপানি স্টেশনে লাইন ও সিগন্যাল ব্যবস্থা সহ ইয়ার্ডের আমূল সংস্কারের কাজ হাতে নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। ২৯ সেপ্টেম্বর পর্যস্ত এই সংস্কার কাজের জন্য কাটিহার ডিভিশনে ট্রেন চলাচলের সময় ও যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে।  উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশান শর্মা সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর জানান। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর শিলিগুড়ি জংশন-মালদহ কোর্ট এবং মালদহ কোর্ট-শিলিগুড়ি জংশন দুটি ডেমু বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে ২৯ ও ৩০ সেপ্টেম্বর শিলিগুড়ি জংশন- রাধিকাপুর এবং রাধিকাপুর- শিলিগুড়ি জংশন ডেমু ট্রেন দুটিও। এছাড়া ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর থেকে ৩৯টি ট্রেন পথ পরিবর্তন করে আলুয়াবাড়ি রোড,   শিলিগুড়ি জংশন, নিউ জলপাইগুড়ি হয়ে চলবে। এরমধ্যে নিউ জলপাইগুড়ি- নিউ দিল্লি, হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ স্পেশাল, পুরি কামাখ্যা এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি -অমৃতসর কর্মভূমি এক্সপ্রেসের মতো ট্রেনগুলি রয়েছে।
  • Link to this news (বর্তমান)