সাঁতারে সেরার সেরা হুগলির অন্বেষা, স্কুলপর্যায়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় চমক
বর্তমান | ২৪ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: স্কুলস্তরের রাজ্যব্যাপী সাঁতার প্রতিযোগিতায় চমকে দিল হুগলির ছাত্রী অন্বেষা ধাড়া। হুগলির হিন্দ মোটরের একটি স্কুলের কমার্সের এই পড়ুয়া মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ান অব চ্যাম্পিয়ানস হয়েছে। এই ফলাফল সার্বিকভাবে হুগলির স্কুলগুলিকে গর্বিত করেছে। উচ্ছ্বসিত জেলার স্কুল ক্রীড়াকর্তারাও। অন্বেষা অনূর্ধ্ব ১৯ বিভাগে সেরার সেরা হয়েছে। এক ও তিন মিটার স্প্রিং বোর্ড এবং হাইবোর্ড, এই তিনটি বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে। সেই কারণেই পেয়েছে সেরার সেরা শিরোপা। পাশাপাশি এই কারণে নভেম্বরে জাতীয়স্তরে লড়াই করার ছাড়পত্রও পেয়েছে। এই ছাত্রীর আরও একটি পরিচিতি আছে। তার দিদি তনুকা ধাড়া জাতীয় ও আন্তর্জাতিকস্তরের সাঁতারু ছিলেন।
অন্বেষা ও তার পরিবার সূত্রে জানা গিয়েছে, সে চুঁচুড়া সুইমিং ক্লাবে একসময় সাঁতার শিখেছে। বর্তমানে কলেজ স্কোয়ার সুইমিং ক্লাবের ছাত্রী। অন্বেষা বলে, ‘জল আক্ষরিক অর্থেই আমার কাছে জীবনের অন্য নাম। আমি আমার সর্বোচ্চ পর্যায়ের প্রয়াস করেছি। তাতে সাফল্য এসেছে। এখন নতুন লড়াই। নভেম্বরে গুজরাটের রাজকোটে জাতীয়স্তরের প্রতিযোগিতায় সাফল্য পেতেই হবে।’ হুগলি জেলা স্কুলক্রীড়া সংস্থার সম্পাদক সজল তান্তি বলেন, ‘অন্বেষার সাফল্য সার্বিকভাবে জেলার স্কুলক্রীড়াকে পথ দেখাবে। আমরা সাম্প্রতিক সময়ে একের পর এক সাফল্য পেয়েছি। জেলার স্কুলক্রীড়ার মানও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত মাসেই আমরা রাজ্যস্তরের শ্যুটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছিলাম।’ সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলাতে স্কুলক্রীড়ার রাজ্য সংস্থা সাঁতার তথা ডাইভিংয়ের রাজ্য প্রতিযোগিতার আসর বসিয়েছিল। সেখানে আরও অনেকগুলি জেলার সঙ্গে হুগলিও অংশ নেয়। রাজ্যসংস্থার সাঁতার বিভাগের কনভেনর সুখেন্দু দাস বলেন, ‘ডাইভিংয়ের ক্ষেত্রে হুগলির সম্ভাবনা খুব উজ্জ্বল। জেলাস্তরে সাঁতারের উল্লেখযোগ্য পরিকাঠামো থাকলে শিক্ষার্থীরা আরও বেশি করে প্রতিযোগিতায় নামতে পারবে।’