বাড়ির আসবাবপত্র বিক্রি করতে চাই, পুলিশকর্তার নামে ভুয়ো বিজ্ঞাপন দিয়ে টাকা আত্মসাৎ
আজকাল | ২৪ সেপ্টেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: জঙ্গিপুর পুলিশ জেলার এক ডিএসপি পদমর্যাদার আধিকারিকের নামে একটি জনপ্রিয় সমাজমাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট খুলে এক ব্যক্তির কাছ থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার আধিকারিকদের হাতে গ্রেপ্তার হলেন ওড়িশার তিন যুবক। ওই যুবকদের ওড়িশার ময়ূরভঞ্জ জেলার একটি গোপন ডেরা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় সোমবার জানান, ‘২০২৩ সালের আগস্ট মাসে জঙ্গিপুর পুলিশ জেলার এক শীর্ষ কর্তার নামে ফেসবুকে একটি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়। এরপর জালিয়াতি করে দু’দফায় মোট ৪০ হাজার টাকা আত্মসাৎ করে নেন কয়েকজন ব্যক্তি।’
সূত্রের খবর, ওই ভুয়ো অ্যাকাউন্ট থেকে পুলিশ আধিকারিকের পরিচিতদের কাছে মেসেজ পাঠিয়ে বলা হয়েছিল তিনি বদলি হয়ে অন্যত্র চলে যাচ্ছেন। যাওয়ার আগে নিজের বাড়ির দামি আসবাবপত্র বিক্রি করে দিয়ে যেতে চান। ‘পুলিশকর্তার’ ব্যবহৃত দামি আসবাবপত্র খুব কম দামে কেনার সুযোগ পেয়ে এক ব্যক্তি টাকা পাঠিয়েছিলেন বলে জানা গেছে। সূত্রের খবর ‘অনলাইনে’ ওই ব্যক্তিকে ‘পুলিশকর্তার’ বাড়ির আসবাবপত্রের কিছু ছবিও দেখানো হয়েছিল।
পুলিশ সুপার বলেন, ‘ঘটনার কথা জানার পরই জঙ্গিপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম টিম তদন্ত শুরু করে এবং বেশ কিছুদিন পর আমরা জানতে পারি ওড়িশার কয়েকজন ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। গত এক বছরে বেশ কয়েকবার ওড়িশাতে ‘রেড’ করা হলেও অভিযুক্তদের ধরা যায়নি। গত ২০ তারিখ গোপন সূত্রে খবর পেয়ে ওড়িশার ময়ূরভঞ্জ জেলা থেকে ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের চার দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে আদালত।’
আনন্দ রায় বলেন, ‘ধৃত ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনের সিম কার্ড এবং যে ফোনটি ব্যবহার করে এই ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছিল তা উদ্ধার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’