• জলপাইগুড়িতে লাইনচ্যুত মালগাড়ির ৫টি বগি
    এই সময় | ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • জলপাইগুড়ির নিউ ময়নাগুড়ি স্টেশনের কাছে লাইনচ্যুত একটি খালি মালগাড়ি। মঙ্গলবার সকাল ৬টা ২৬ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। লাইন থেকে ছিটকে যায় ৫টি বগি। এমনকী, বেশ কয়েকটি বগির চাকাও খুলে যায়। তবে দুর্ঘটনা ঘটলেও ট্রেল চলাচল বন্ধ হয়নি।মালগাড়িটি অসম থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটেছে। লাইন থেকে ছিটকে যায় মালগাড়ির বেশ কয়েকটি বগি। বিকল্প রুটে ট্রেন চলাচল করছে। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে রিলিফ ট্রেন। পাশাপাশি রেলের আধিকারিকরাও দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। লাইনচ্যুত বগিগুলি লাইন থেকে সরানোর চেষ্টা হচ্ছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। রেল সূত্রে খবর, দুর্ঘটনার তদন্ত হবে। তদন্ত শেষ হলে জানা যাবে দুর্ঘটনার কারণ।

    কিছুদিন আগেই ফরাক্কায় চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল একাধিক বগি। যদিও সেই দুর্ঘটনায় কোনও বগি লাইনচ্যুত হয়নি।
  • Link to this news (এই সময়)