আচমকাই বাংলার আকাশে ধেয়ে এল দুর্যোগের ঘন কালো মেঘ, প্রাণ গেল ৪ জনের
হিন্দুস্তান টাইমস | ২৪ সেপ্টেম্বর ২০২৪
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই ধেয়ে আসছে বাংলার দিকে। এরই মাঝে গতকাল জেলায় জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হয় দুপুর থেকেই। এই আবহে ঝাড়গ্রামে মর্মান্তিক পরিণতি হল ৪ জনের। রিপোর্ট অনুযায়ী, গতকাল বজ্রপাতে দম্পতি-সহ ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে বাজ পড়ে আহত হয়েছেন আরও ২ জন। জানা গিয়েছ, সোমবার দুপুরে হঠাৎ করে ঝাড়গ্রাম জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। এই আবহে জমিতে চাষের কাজ করার সময় একই সঙ্গে বজ্রাঘাতে মৃত্যু হয় দম্পতির। ঘটনাটি ঘটে লালগড় থানার অন্তর্গত বেলাটিকরী গ্রাম পঞ্চায়েতের শুটপিপুল গ্রামে। মৃতদের নাম লাল্টু পূজারী
মঙ্গলবার দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়াও আজ, হাওড়া, হুগলি, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিায়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সেখানে সতর্কতা জারি করা হয়নি। অপরদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজ জারি হলুদ সতর্কতা। এর মধ্যে দার্জিলিঙে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া উত্তরের বাকি সাতটি জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে।
এদিকে বুধবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেদিন। অপরদিকে সেদিন উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টি হবে। এই আবহে পাঁচ জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা।