• 'বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না। ঝাড়খণ্ডের জলে বাংলায় প্রতি বছর বন্যা করা হয়'
    হিন্দুস্তান টাইমস | ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • জেলমুক্তির পর অনুব্রত মণ্ডলের বাড়ি ফেরার দিন বীরভূমে প্রশাসনিক বৈঠক শেষে ফের একবার বন্যার জন্য ডিভিসিকে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বোলপুরে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা চাই না সেই সংস্থাকে যারা জল ছেড়ে মানুষ মারে’।


    পড়তে থাকুন - বোলপুরে ফিরলেন অনুব্রত, বললেন দিদির জন্য আমি আছি, বরাবর থাকব

    এদিনও দৃশ্যত ডিভিসির ওপর ক্ষুব্ধ ছিলেন মমতা। তিনি বলেন, ‘প্রতি বছর ডিভিসি জল ছাড়ায় ম্যান মেড ফ্ল্যাড তৈরি করা হয়। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয়। বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না। ঝাড়খণ্ডের জলে বাংলায় প্রতি বছর বন্যা করা হয়। এখন ডিভিসির জলটা না কি জলশক্তি মন্ত্রক থেকে ছাড়া হয়। ফলে তারা আমাদের না জানিয়ে যে ভাবে জল ছেড়েছে।’

    মমতা জানান, ‘রাজ্যের বিদ্যুৎ সচিব ডিভিসিতে ডিরেক্টর। পদত্যাগ করে দিয়েছেন। সবই তো নিয়ে গেছে কলকাতা থেকে সরিয়ে। বাকি কী আছে? কলকাতায় শুধু একটা বিল্ডিং পড়ে থাকবে আর কলকাতার কথা শুনবে না। আর বাংলায় জল ছাড়বে। মানুষ মারবে। মানুষ আগে না বিল্ডিংয়ের একটা কাঠামো আগে? ওখানে তো আরাম কেদারায় বসে থাকেন, জল ছাড়ে তো জলশক্তি মন্ত্রক। আমরা চাই না সেই সংস্থাকে যারা জল ছেড়ে মানুষ মারে। ডিভিসি তো তৈরি হয়েছিল বন্যা নিয়ন্ত্রণ করার জন্য। ২০ বছর ধরে ড্রেজিং করে না।


    আমি তো বাংলাটাকে দার্জিলিংয়ের পাহাড় বানাতে পারব না। আকাশও আমার হাতে নেই, বাতাসও আমার হাতে নেই। ইতিহাস, ভুগোল তো আমি তৈরি করিনি। কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে ডিভিসি আছে। তার পরেও আমরা তাদের বলি, যখন ৮০ শতাংশ ভরে যাবে তোমরা ১০ হাজার করে করে ছাড়ো। মাটি সহ্য করতে পারবে। একসঙ্গে ৫ লাখ জল ছাড়লে মাটি কী করে সহ্য করবে? তিন তলা সমান জল এসেছে এবার, ভাবতে পারেন?’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)