• গয়না চুরির অভিযোগে মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনি, দাঁড়িয়ে দেখল সিভিক ভলান্টিয়ার
    হিন্দুস্তান টাইমস | ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • চুরির অপবাদ দিয়ে সিভিক ভলান্টিয়ারের সামনে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন মহিলা। সিভিক ভলান্টিয়ারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তবে এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি।


    পড়তে থাকুন - বোলপুরে ফিরলেন অনুব্রত, বললেন দিদির জন্য আমি আছি, বরাবর থাকব

    নির্যাতিতার অভিযোগ, কয়েক দিন আগে প্রতিবেশী এক বৃদ্ধার সোনার হার চুরির অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। তিনি অভিযোগ অস্বীকার করেন। জানান, এব্যাপারে কোনও অভিযোগ থাকলে পুলিশের দ্বারস্থ হতে। যা বলার তিনি পুলিশের সামনে বলবেন। এরই মধ্যে সোমবার কয়েকজন গ্রামবাসী মহিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এর পর গ্রামের ভিতরে বসে সালিশি সভা। সেখানে মহিলার বিরুদ্ধে গয়না চুরির অপবাদ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারের চোটে মহিলার পোশাক খুলে যায়। অভিযোগ ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন পটাশপুর থানার এক সিভিক ভলান্টিরা। গ্রামবাসীদের নিরস্ত করতে কোনও পদক্ষেপ করেননি তিনি। প্রায় ২ ঘণ্টা ধরে মহিলার ওপর নির্যাতন চলে বলে অভিযোগ। নির্যাতনের জেরে মহিলা জ্ঞান হারান। এর পর খবর যায় পটাশপুর থানায়।


    খবর পেয়ে পুলিশকর্মীরা এসে মহিলাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। এর পর গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ।

    নির্যাতিতার দাবি, তাঁকে বিনা কারণে মারধর করা হয়েছে। তাঁকে বাঁচাতে কোনও চেষ্টা করেননি ওই সিভিক ভলান্টিয়ার। সোনার হারের ব্যাপারে বিন্দু বিসর্গ জানেন না তিনি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)