• ‘জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে, এত নাটক করে কী হল?’
    হিন্দুস্তান টাইমস | ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • এবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ‘নাটক’ বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের উদ্দেশ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কটাক্ষ করে বলেন, যাঁদের পদত্যাগ ওরা দাবি করেছিলেন তাঁদের তো প্রোমোশন হয়ে গেল।


    পড়তে থাকুন - বোলপুরে ফিরলেন অনুব্রত, বললেন দিদির জন্য আমি আছি, বরাবর থাকব

    দিলীপবাবু বলেন, ‘জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে, এত নাটক করে কী হল? রাত জেগে, এতকিছু করে আরজি করের যে ঘটনা তার কী পরিবর্তন হয়েছে? তার ক’জন দোষী সাজা পেয়েছে? যাদের পদত্যাগ চেয়েছিলেন ওনারা তারা প্রোমোশন পেয়েছে। পিছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য এসব নাটক করছে না তো? রাত জাগো… ক্যান্ডেল জ্বালাও… চলো রাত্তিরবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসি। এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল? আপনারা সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না। সরকারের কি কোনও দোষ নেই? স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হবে না? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশমন্ত্রী, তার কোনও সাজা হবে না? মানুষ কী পেল এই আন্দোলন থেকে? গ্যারান্টি দিতে পারবেন ওই ডাক্তাররা ডিউটিতে থাকা কোনও মহিলা ডাক্তারের ওপরে আবার এরকম কিছু হবে না?’


    এর আগে একই সুরে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমালোচনা করেছিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তিনি বলেন, ‘জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা পুরো সেলফিস আন্দোলন ছিল। এটা তাদের নিজস্ব আন্দোলন ছিল। তাদের দাবিতে কোথাও অভয়ার দোষীদের ফাঁসি চাই তার উল্লেখ নেই। তারা যে পাঁচ দফা দাবি রেখেছিল তার হয়তো ৯০ শতাংশ পূরণ হয়েছে। সেটা তো এমনিই হত। তার জন্য দাবি করার দরকার ছিল না। সন্দীপ ঘোষ এমনিই সাসপেন্ড হত। ১৪ তারিখ রাতের ঘটনার পর বিনীত গোয়েল এমনিই সরত। তার জন্য আন্দোলন করার দরকার ছিল না।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)