• কলকাতা হাইকোর্টের লিফটে একা পেয়ে মহিলা আইনজীবীর শ্লীলতাহানি, কাঠগড়ায় কর্মী
    হিন্দুস্তান টাইমস | ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • আরজি কর আবহের মধ্যেই এবার কলকাতা হাইকোর্টের মধ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। কলকাতা হাইকোর্টের এক তরুণী আইনজীবীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল হাইকোর্টেরই এক কর্মীর বিরুদ্ধে। এমন অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাইকোর্ট পাড়ায়। ইতিমধ্যেই এই ঘটনায় হেয়ারস্ট্রিট থানায় হাইকোর্টের কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তরুণী আইনজীবী। অভিযোগ, লিফটে একা পেয়ে তার সঙ্গে শ্লীলতাহানি করা হয়েছে।


    জানা গিয়েছে, অভিযুক্ত হাইকোর্টের চতুর্থ শ্রেণির কর্মী। সোমবার বেলা ১১ টা নাগাদ হাইকোর্টের একটি লিফটে এই ঘটনা ঘটেছে। অভিযোগ, ওই তরুণী আইনজীবী লিফটে ছিলেন সেই সময় চতুর্থ শ্রেণির ওই কর্মীও লিফটে ওঠেন। তখন তরুণী আইনজীবীকে একা পেয়ে অভিযুক্ত শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। এরপর লিফট থেকে নেমে আইনজীবী তার সহকর্মীদের বিষয়টি জানান। তবে ততক্ষণে অভিযুক্ত চতুর্থ শ্রেণির ওই কর্মী এজলাসে ঢুকে যান। 

    এদিকে, বিষয়টি জানতে পেরে তরুণী আইনজীবীকে নিয়ে এজলাসে যান সহকর্মীরা। তারা অভিযুক্তকে এজলাস থেকে ডেকে বাইরে আনেন। এরপর তাকে চড় থাপ্পড় মারা হয়। সেখানে ভিড় জমে অন্যান্য আইনজীবী এবং মামলাকারীদের। এর ফলে ঘটনাস্থলে বেশ উত্তেজনা ছড়ায়। পরে তরুণী আইনজীবী হেয়ারস্ট্রিট থানায় চতুর্থ শ্রেণির কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমেছে হেয়ারস্ট্রিট থানার পুলিশ। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে নোটিশ দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    আইনজীবীর অভিযোগ, এর আগেও চতুর্থ শ্রেণির ওই কর্মী নানাভাবে তাঁর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন। কখনও মামলা তালিকায় আগে তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে আবার কখনও অন্যভাবে তিনি আইনজীবীর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন। ওই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় হাইকোর্টের মধ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

    অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরেও দিনেদুপুরে প্রকাশ্য রাস্তায় হাইকোর্টের এক মহিলা আইনজীবীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, মহিলা তাঁর স্বামীর সঙ্গে বাইকে করে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন। বাইকে পেট্রোল শেষ হয়ে যাওয়ায় হেঁটে পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিলেন। সেই সময়, নরেন্দ্রপুরের শিমুলতলা এলাকায় ওই মহিলার ছবি তোলে কয়েকজন যুবক। এছাড়াও, তাঁকে অশ্লীল ইঙ্গিত করা হয় বলে অভিযোগ। আইনজীবীর স্বামী প্রতিবাদ করলে অভিযুক্তরা গালিগালাজ করে এমনকী মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনায় অভিযোগ পেয়ে পুলিশ কয়জনকে গ্রেফতার করেছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)