• 'সেলফিশ মুভমেন্ট!' আরজি কর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের তীব্র কটাক্ষ বিজেপি বিধায়কের
    হিন্দুস্তান টাইমস | ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • আরজি কর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে বেনজির ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন ক্রিকেটার, বর্তমানে বিজেপির বিধায়ক অশোক দিন্দা! তাঁর ভাষায়, জুনিয়র চিকিৎসকদের সমগ্র আন্দোলনটিই ছিল আসলে তাঁদের 'সেলফিশ মুভমেন্ট'! অর্থাৎ, স্বার্থপর আন্দোলন!

    সংবাদমাধ্যমে এবং তার পাশাপাশি সোশাল মিডিয়াতেও অশোক দিন্দার একটি সাক্ষাৎকারের একাংশ ছড়িয়ে পড়েছে। সেখানেই তাঁকে আরজি কর কাণ্ডে নিগৃহীতার জন্য সুবিচারের দাবিতে আন্দোলনে নামা জুনিয়র চিকিৎসকদের 'স্বার্থপর' বলে অবিহিত করতে শোনা গিয়েছে।

    নিজের বক্তব্যের স্বপক্ষে বেশ কিছু যুক্তিও পেশ করেছেন বিজেপি বিধায়ক। তিনি মনে করেন, রাজ্য সরকারের কাছে যে পাঁচ দফা দাবি পেশ করে, তা পূরণ করার শর্তে জুনিয়র চিকিৎসকরা অবস্থান আন্দোলন তুলে নিয়েছেন, সেই দাবিতেই নাকি রয়েছে গরমিল।

    কেন একথা বলছেন অশোক? কারণ, তাঁর মনে হয়েছে, জুনিয়র ডাক্তারদের আরও কঠোর অবস্থান নেওয়া উচিত ছিল। এবং তাঁদের প্রধান দাবিই হওয়া উচিত ছিল, নির্যাতিতার অপরাধীরা শাস্তি না পাওয়া পর্যন্ত তাঁরা অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করবেন না।

    এর বদলে জুনিয়র চিকিৎসকরা যে পাঁচটি দাবি উত্থাপন করেছেন, সেগুলির সঙ্গে তাঁদের নিজেদের স্বার্থই জড়িয়ে রয়েছে বলে দাবি করেছেন অশোক। তাঁর মতে, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের এই পাঁচ দফা দাবির সঙ্গে নিগৃহীতার প্রতি সুবিচার আদায়ের কোনও সম্পর্ক নেই।

    স্বাভাবিকভাবেই বিজেপি নেতা তথা বিধায়কের এহেন মন্তব্যে নানা মহলে জল্পনা শুরু হয়েছে। নেট নাগরিকদের একাংশ বিজেপি বিধায়কের এই মন্তব্যের নেপথ্যেও রাজনীতির গন্ধ পাচ্ছেন। কেউ কেউ এক্ষেত্রে অশোক দিন্দার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠতার প্রসঙ্গও তুলছেন।

    প্রসঙ্গত, গত ৯ অগস্ট আরজি করের চারতলার সেমিনার রুমে উদ্ধার হয় তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ। তাঁকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রেক্ষিতে আন্দোলনে নামেন জুনিয়র চিকিৎসকরা। কালক্রমে তাতে সামিল হয় সমাজের সকলস্তরের মানুষ।

    তথ্যাভিজ্ঞ মহল বলছে, স্বাধীন ভারতে এমন স্বতঃস্ফূর্ত গণজাগরণ আগে কখনও দেখা যায়নি। সবথেকে বড় কথা, রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত মানুষজন নানা সময় আন্দোলনে ঢুকে পড়ার চেষ্টা করেও বারবারই তাঁরা ব্যর্থ হন। যা এককথায় নজিরবিহীন।

    বর্তমানে জুনিয়র চিকিৎসকরা আংশিকভাবে তাঁদের আন্দোলন তুলে নিয়ে কাজে ফিরেছেন। সেখানে বিজেপি বিধায়কের মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করতে পারে বলেই মত সংশ্লিষ্ট মহলের।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)