• ৮৫ হাজার টাকা-সহ বিদ্যুতের ছাড়ও নিতে নারাজ হুগলির পুজো কমিটি
    এই সময় | ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • আরজি কর কাণ্ডের পর দুর্গাপুজোর সরকারি অনুদান ফিরিয়ে দিচ্ছে একাধিক পুজো কমিটি। পুজোর অনুদান ফেরানোর পাশাপাশি বিদ্যুৎ বিলে ছাড় না নেওয়ার সিদ্ধান্ত নিল হুগলির এক পুজো কমিটি।হুগলির শ্রীরামপুর কলোনী দুর্গাপুজো সরকারি অনুদান না নেওয়ার কথা ঘোষণা করেছে। তবে, শুধু সরকারি অনুদান না নেওয়াই নয়, বিদ্যুতের বিলের উপর যে ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে, সেটাও না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটি। তাঁদের বক্তব্য, চাঁদা তুলেই পুজোর আয়োজন করা হবে।

    আরজি করের ঘটনার প্রতিবাদে এর আগে হুগলির উত্তরপাড়ার ৩টি, কোন্নগরের ৩টি পুজো সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে। শ্রীরামপুর কলোনির পুজো এবার প্লাটিনাম জুবিলি বর্ষ। পুজোর আগেই সদস্যরা মিটিং করে সিদ্ধান্ত নেন আরজি করের ঘটনার প্রতিবাদে তাঁরা পুজোর অনুদানের টাকা নেবেন না।

    পুজো কমিটির সহ-সভাপতি বনবিহারী দত্ত বণিক বলেন, ‘মা আসার আগেই মেয়ের বিদায় হয়ে গিয়েছে। তাই উৎসবে ফিরতে মন চাইছে না। তবে দুর্গাপুজো হবে নিয়ম মেনে। শুধু পুজোর অনুদান না সরকার যে বিদ্যুতের ছাড় দেবে বলেছিল, সেই ছাড় আমরা নিচ্ছি না।’ তিনি জানান, ১০০ শতাংশ বিদ্যুতের দাম মিটিয়ে পুজো হবে। এলাকার মানুষ খুশি হয়ে বেশি করে চাঁদা দিচ্ছে। আমরা চাই চিকিৎসকের ধর্ষক ও খুনিদের বিচার।

    পুজো কমিটির সম্পাদক তপন ঘোষ জানান, আরজি করের ঘটনা আমাদের ভীষণভাবে বিচলিত করেছে। পুজোর সঙ্গে যুক্ত সবাই একটি সভা ডাকতে বলে। সেই সভায় ৯০ শতাংশ সদস্য পুজোর অনুদানের সঙ্গে বিদ্যুতের বিলের যে ছাড়ের কথা বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে সেটাও নেবে না বলে জানিয়ে দেয়। তাই আমরা চলতি বছরের পুজোর অনুদান নিচ্ছি না। বিদ্যুতের বিলের ছাড়ও আমরা প্রত্যাখ্যান করছি।
  • Link to this news (এই সময়)