মুখ্যমন্ত্রীর জন্য় সাধারণত কড়া নিরাপত্তার বলয় থাকে। পুলিশ সবসময় ঘিরে থাকে তাঁকে। তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা নজর থাকে সুরক্ষাকর্মীদের। আর সেই নিরাপত্তাবলয় টপকে মুখ্যমন্ত্রীর গাড়ির কাছে চলে গিয়েছিলেন তৃণমূলের এক কাউন্সিলর। একটি বাদামি রঙের খাম ছিল তার হাতে। সেটাই তিনি মুখ্য়মন্ত্রীকে দেওয়ার চেষ্টা করছিলেন।
কিন্তু মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সেই খাম নেননি। কিন্তু প্রশ্ন উঠছে নিরাপত্তা বলয় পেরিয়ে কীভাবে মুখ্যমন্ত্রীর গাড়ির কাছে পৌঁছে গেলেন ওই তৃণমূল কাউন্সিলর?
বীরভূমে প্রশাসনিক বৈঠক ছিল মুখ্য়মন্ত্রীর। সেখান থেকে ফিরছিলেন তিনি। ডানকুনি টোলপ্লাজা হয়ে তাঁর কনভয় আসছিল। সেই সময় ডানকুনি পুরসভার তৃণমূলের এক কাউন্সিলর একেবারে মুখ্যমন্ত্রীর গাড়ির কাছে চলে যান। ওই কাউন্সিলরের নাম শুভজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এদিকে কাছেই দাঁড়িয়েছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। তবে মুখ্য়মন্ত্রী খামটি হাতে নেননি। তিনি ইশারায় ওই কাউন্সিলরকে সরে যেতে বলেন।
এদিকে প্রশ্ন উঠছে খামে কী ছিল? তবে কি কোনও অভিযোগ জানানোর জন্য তিনি গিয়েছিলেন? তবে ওই কাউন্সিলরকে পুলিশ থানায় ডেকে নিয়ে যায়। কেন তিনি ওখানে গিয়েছিলেন সেটা জানার চেষ্টা করছে পুলিশ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে ডানকুনিতে রেললাইনের তলায় আন্ডারপাশ করার দাবিতে এলাকায় আন্দোলন চলছে। সেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন শুভজিৎ। সেই আন্ডারপাশের দাবিই তিনি জানাতে চেয়েছিলেন। তবে ডানকুনি থানায় কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় মুখ্য়মন্ত্রী সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল।