• বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, দক্ষিণবঙ্গে কতদিন চলবে বৃষ্টি?
    এই সময় | ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ফের নিম্নচাপের ভ্রুকুটি। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, মঙ্গলবার বিকেলে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপ সর্বশেষ অবস্থান করছে। নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ এলাকায় নিম্নচাপ শক্তি বাড়াবে। এই নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া?

    নিম্নচাপের প্রভাবে আজ, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাবে কলকাতা। আগামীকাল বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে।

    উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

    নতুন করে ভারী বৃষ্টিপাতের কারণে দুর্ভোগ বাড়তে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ বুধবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে।

    কাল বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায়।

    কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

    নিম্নচাপের কারণে সারাদিন মূলত মেঘলা আকাশ থাকবে। দিনের বিভিন্ন সময়ে বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমবে। বৃষ্টির সময় কলকাতায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য নিচে নেমে ২৬.৮ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি নিচে নেমে ৩০.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৭৭ থেকে ৯৪ শতাংশ। কলকাতার আলিপুরে গত ২৪ ঘণ্টায় ৭.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
  • Link to this news (এই সময়)