নিউ ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি, ঘুরপথে চলল ট্রেন
বর্তমান | ২৫ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, ময়নাগুড়ি ও শিলিগুড়ি: মঙ্গলবার সকালে হঠাৎই নিউ ময়নাগুড়ি স্টেশনে বিকট আওয়াজ। সঙ্গে ধুলো আর ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। সেই ভয়ঙ্কর আওয়াজ পেয়ে আতঙ্কে রেল লাইনের দিকে ছুটে আসেন অনেকে। দেখেন, একটি পণ্যবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। তবে স্বস্তি একটাই, যাত্রীবাহী কোনও ট্রেনে দুর্ঘটনা হয়নি। তাই কেউ হতাহত হননি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রামের লোকজন ভিড় করেন। দ্রুত আসেন রেলের পদস্থ কর্তারাও। গত কয়েক মাসে উত্তরবঙ্গে একের পর এক রেল দুর্ঘটনায় উঠেছে একাধিক প্রশ্ন। ঘটনাস্থলে উপস্থিত আলিপুরদুয়ারের ডিআরএম অমরজিৎ গৌতম বলেন, ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। এই দুর্ঘটনার জেরে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনে কাজকর্ম বিঘ্নিত হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা অবশ্য বলেন, ময়নাগুড়িতে আপলাইন পরিষ্কার করে ট্রেন চলাচল শুরু হয়েছে। ডাউনলাইন মেরামতের কাজও চলছে। এই কারণে ১০টি ট্রেনকে ঘুরপথে চালানো হয়। দু’টি ট্রেন বাতিল হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ৬টা নাগাদ। স্টেশন সূত্রে জানা গিয়েছে, মাল ট্রেনটি শালকাঠি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে যাচ্ছিল। নিউ ময়নাগুড়ি স্টেশনের দু’নম্বর লাইন দিয়ে মালগাড়িটিকে পাস করানো হচ্ছিল। দুর্ঘটনায় ছ’টি বগি লাইনচ্যুত হয়। তারপরও বাকি বগি নিয়ে কিছুটা দূর এগিয়ে যায় ইঞ্জিন। দুর্ঘটনার জেরে স্টেশনের বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। ফেটে যায় জলের পাইপ লাইন। যাত্রীবাহী বিভিন্ন ট্রেন অন্য রুট দিয়ে চালানো হয়। ঘটনার পরই দ্রুততার সঙ্গে বগিগুলিকে সরানোর কাজ শুরু করে রেল। ঘটনাস্থলে কৌতূহলী মানুষের ভিড় জমে যায় দ্রুত। স্থানীয় বাসিন্দারা বলেন, হঠাৎই বিকট শব্দে সচকিত হয় স্থানীয়রা। ডিআরএম বলেন, মালগাড়ির ছ’টি বগি লাইনচ্যুত। ট্রেনে কিংবা লাইনে কোনও সমস্যা ছিল কি না সেটা এখনই বলা যাচ্ছে না। তদন্ত চলছে।