৯টি জেলায় ব্যাপক বৃষ্টির সতর্কতা, নিম্নচাপ কতদিন চলবে? আবহাওয়ার আপডেট
আজ তক | ২৫ সেপ্টেম্বর ২০২৪
সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার। কলকাতা সহ একাধিক জেলায় শুরু হয়েছে টানা বৃষ্টি। বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি হয়েছে নিম্নচাপ, যার জেরে বুধবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আগামী কয়েকদিন ধরে চলবে এই অবস্থা, আর এর ফলে গ্রামবাংলার বন্যা পরিস্থিতি আরও গুরুতর হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
টানা বৃষ্টির পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি চলবে। বিশেষ করে হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এবং নদিয়াতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের নয়টি জেলায় জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবারও এই বৃষ্টির প্রকোপ থাকবে, বিশেষ করে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে।
বন্যার আশঙ্কা
দক্ষিণবঙ্গে চলমান বৃষ্টির সাথে সাথে ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন) জল ছাড়তে পারে, যা বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ইতিমধ্যেই, কিছু এলাকায় নদীর জলস্তর বেড়ে গেছে এবং নিম্নাঞ্চলে জল জমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টি
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং এবং কোচবিহার জেলার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পাহাড়ি অঞ্চলে বৃষ্টির কারণে ধস নামার আশঙ্কা বাড়ছে।
শহরাঞ্চলে স্বস্তি, গ্রামাঞ্চলে উদ্বেগ
কলকাতা সহ শহরাঞ্চলে এই বৃষ্টি কিছুটা স্বস্তি নিয়ে এসেছে, কারণ তীব্র ভ্যাপসা গরম থেকে কিছুটা মুক্তি মিলেছে। তবে গ্রামবাংলার বন্যা পরিস্থিতি নিয়ে চিন্তিত আবহাওয়াবিদরা। লাগাতার বৃষ্টির ফলে ইতিমধ্যে কয়েকটি গ্রামে জল জমেছে, এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জোড়া নিম্নচাপের প্রভাবে বৃষ্টির যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তা আগামি কয়েকদিন ধরে চলবে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে জলমগ্ন অবস্থা হতে পারে এবং বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।