‘হৃদয় চিরলে দুর্গা পাবে’, এবারের পুজোয় বাঙালির মনের ছবি তুলে ধরছে দেবদারু ফটক
প্রতিদিন | ২৫ সেপ্টেম্বর ২০২৪
স্টাফ রিপোর্টার: এবছর ৫২-তে পা দিয়েছে বেহালা দেবদারু ফটক। এবার মহিষাসুরদের বধ করতে ঘরের দুর্গাদের রাজপথে দেখা যাবে। থিমের নাম ‘হৃদয় চিরলে দুর্গা পাবে’ (Kolkata Durga Puja 2024 Theme)। শিল্পী অয়ন সাহার কল্পনায় সাজছে মণ্ডপ। প্রায় হাজার উপহারের বাক্স ও তিন হাজার মোমবাতি দিয়ে সেজে উঠছে মণ্ডপ। দুষ্ট লোক বা অসুরকে বন্দি করতে মণ্ডপে রয়েছে ইঁদুরের কল। উপহারে বাক্সে থাকছে রবীন্দ্র, বঙ্কিম, বিবেকানন্দরাও।
শিল্পী জানান, বাঙালিকে অনেকদিন পর এভাবে একসঙ্গে জেগে উঠতে দেখা গিয়েছে। কাগজের উপহারের বক্সের উপর গড়ে ওঠা এই মণ্ডপে মোট ছটি বিভাগ রয়েছে। প্রবেশপথে ঢুকতেই এক টুকরো কলকাতা দেখতে পাবেন দর্শকরা। প্রিয় শহরের বুকে থাকছে এক টুকরো হৃদয়। সেই হৃদয় দিয়ে ঢুকে একটু এগিয়ে গেলে দেখা যাবে উপহার বাক্সের ডালি সাজানো। সেই উপহারের বাক্সে রয়েছেন বাংলার মনীষীরা। এখানে প্রতিমা থাকছে সাবেকি।’
পুজো কমিটির সভাপতি শক্তিপদ মণ্ডল বলেন, “প্রতি বছরই আমরা নতুন নতুন ভাবনা নিয়ে হাজির হই। সেই ভাবনায় একটা বার্তা থাকে। দুর্গা বাঙালির হৃদয় জুড়ে রয়েছেন। এখানে প্রতিটি বাঙালির হৃদয় চিরলেই মা দুর্গার ছবি দেখা যাবে। এবার সেই বাঙালির হৃদয়ের ছবি তুলে ধরা হচ্ছে। প্রতিটি হৃদয়ে রয়েছে উমা।” মণ্ডপে বিশেষ আলোর ব্যবহার করা হচ্ছে।
বছরে এই কটা দিনের জন্য উমা আসে বাড়িতে। দুষ্টের দমন করেন অসুরকে বধ করে। সাবেকি দুর্গার সঙ্গে মানানসই মণ্ডপসজ্জা দিয়ে চিরায়ত ভাবনাকে সঙ্গী করে থিম সাজিয়েছে দেবদারু ফটক।