• প্রেমিকার দেহ টুকরো করো ফ্রিজে রাখায় অভিযুক্ত আসরফের খোঁজে রাজ্যে কর্নাটক পুলিশ
    হিন্দুস্তান টাইমস | ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • বেঙ্গালুরুতে বিবাহিত প্রেমিকার দেহ খণ্ড খণ্ড করে ফ্রিজে ভরে রাখায় অভিযুক্ত আসরাফের খোঁজে পশ্চিমবঙ্গে তল্লাশি শুরু করল কর্নাটক পুলিশ। ইতিমধ্যে কর্নাটক পুলিশের একটি দল পশ্চিমবঙ্গে এসেছে বলে জানিয়েছেন সেরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গ – ওড়িশা সীমান্তে অভিযুক্ত লুকিয়ে থাকতে পারে বলে পুলিশসূত্রে জানা গিয়েছে।


    পড়তে থাকুন - বাড়ি ফিরে ফেলে যাওয়া চেয়ারে বসে কেঁদে ভাসালেন অনুব্রত

    সম্প্রতি বেঙ্গালুরুর মলেশ্বরমে একটি আবাসনের ফ্রিজ থেকে উদ্ধার হয় মহালক্ষ্মী নামে এক ২৯ বছর বয়সী এক তরুণীর খণ্ড বিখণ্ড দেহ। দেহের প্রায় ৫০টি টুকরো করা হয়েছিল বলে জানা গিয়েছে। তদন্তে নেমে পুলিশের সন্দেহের তির ছিল মহিলার স্বামীর দিকে। কিন্তু স্বামী জানান, মহালক্ষ্মী আর তাঁর সঙ্গে থাকতেন না। তিনি থাকতেন প্রেমিক আসরফের সঙ্গে। এর পরই আসরফের খোঁজ শুরু করে পুলিশ। তদন্তে নেমে বেঙ্গালুরু পুলিশ জানতে পারে মহিলা খুন হয়েছেন দেহাংশ উদ্ধারের অন্তত ৭ দিন আগে। ততদিনে শহর ছেড়ে পালিয়েছে অভিযুক্ত।


    এর পর কংগ্রেস পরিচালিত কর্নাটক সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অভিযুক্ত যুবক পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। তার খোঁজে পশ্চিমবঙ্গে পৌঁছেছে কর্নাটক পুলিশের একটি দল। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলার ওড়িশা সীমান্ত লাগোয়া কোনও এলাকায় লুকিয়ে রয়েছে অভিযুক্ত। ঘনিষ্ঠদের কাছে অপরাধের কথা স্বীকারও করেছে সে।

    দিল্লির শ্রদ্ধা হত্যাকাণ্ডের পর বেঙ্গালুরুর এই ঘটনায় নতুন করে শোরগোল শুরু হয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)