• পুজোর মধ্যেও আরজি কর নিয়ে পথে থাকবে বিজেপি, উপায় বাতলে দিলেন শুভেন্দু
    হিন্দুস্তান টাইমস | ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে কালীঘাটে বিজেপির সভা থেকে তাঁকে গদিচ্যূত করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে তিনি বলেন, ‘মাননীয়া আপনি পালাতে পারবেন না। বিজেপি আপনাকে ছাড়বে না।’


    পড়তে থাকুন - বাড়ি ফিরে ফেলে যাওয়া চেয়ারে বসে কেঁদে ভাসালেন অনুব্রত

    এদিন শুভেন্দুবাবু বলেন, ‘ভারতীয় জনতা পার্টি আপনাকে এখনই তাড়াবে না। শুধু পদত্যাগটা চাইছে। বিজেপি পিছনের দরজা দিয়ে ক্ষমতা চায় না। বিজেপি মানুষের আশীর্বাদ নিয়ে আপনাকে ভোটে হারিয়ে ক্ষমতায় আসবে। গত লোকসভা নির্বাচনে আমরা ২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার ভোট পেয়েছি। আমাদের দুধে জল নেই। ৩৯ শতাংশ ভোট পেয়েছি। আমরা আরও ৫ শতাংশ হিন্দুকে এক করব। ৪৪ – ৪৫ শতাংশ ভোট করব। আপনাকে হারাব, হারাব, হারাব।’

    আরজি করকাণ্ডের প্রতিবাদে রাজনীতির অনুপ্রবেশ ঘটানোর অভিযোগ তুলে বামেদের তীব্র কটাক্ষ করেন শুভেন্দুবাবু। তিনি বলেন, ‘পোস্ট মর্টেমের গেট থেকে হাজরা মোড়, ভারতীয় জনতা পার্টি সব জায়গায় ছিল। পতাকা ছাড়া যত আন্দোলন হয়েছে। মাকু আর সেকুরা ঢুকে পড়ে যতই আজাদি, আজাদি করুন না কেন, বিজেপি নিঃস্বার্থভাবে আমাদের ভোটার থেকে পরিবারের সদস্য সবাইকে অংশগ্রহণের জন্য আমরা বলেছি। আমরা কোথাও রাজনীতিকরণ করতে চাইনি।’


    সিবিআই পুলিশের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তোলার পরেও কী করে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশমন্ত্রীর পদে রয়েছেন সেই প্রশ্ন তোলেন শুভেন্দুবাবু। তিনি বলেন, ‘আজ কালীঘাটে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাই, টালা থানার ওসিকে গ্রেফতার করেছে সিবিআই। তাঁকে আদালতে পেশ করে সিবিআই জানিয়েছে কলকাতা পুলিশ তথ্যপ্রমাণ নষ্ট করেছে। এর পরে রাজ্যের পুলিশমন্ত্রীর চেয়ারে থাকা যায়?’

    এর পরই মমতাকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘মাননীয়া আপনি পালাতে পারবেন না। বিজেপি আপনাকে ছাড়বে না। দুর্গাপুজোয় বিজেপি কর্মীরা গোটা রাজ্যে অভয়া মঞ্চ তৈরি করে সাক্ষর সংগ্রহ করবে। আড়াই কোটি সই চাই আমাদের। সেই সাক্ষর সাংসদ বিধায়করা মাথায় করে রাজ্যপালের কাছে পৌঁছে দেবেন। আপনি কান খুলে শুনে রাখুন। এর পরে কোথাও পার্মিশন চাইব না। নবান্ন, কালীঘাট, লালবাজার একই দিনে হবে। শুধু ডেটটা পার্টি ঠিক করে জানাবে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)