প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহেই সেই সমীক্ষার জন্য গাইডলাইন প্রকাশ করা হবে। এমনকি যাঁদের নাম আবাস প্রাপকদের তালিকায় রয়েছে তাঁরা বাড়ি পাওয়ার উপযুক্ত কিনা তা খতিয়ে দেখতেই এই সমীক্ষা করা হচ্ছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেই তালিকা চূড়ান্ত করে নবান্নে পাঠিয়ে দিতে বলা হয়েছে। সেই তালিকা খতিয়ে দেখার পর চূড়ান্ত পর্যায়ের সমীক্ষা করা হবে। টাকা দেওয়া হবে দু’দফায়। নির্ধারিত সূচি মেনে আবাস প্রাপকদের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করা হবে বলে জানা গিয়েছে।
এদিনই একটি গাইডলাইনও প্রকাশ করা হয়। যাঁদের তিন-চার চাকার গাড়ি , তিন-চার চাকার কৃষিজ যন্ত্র রয়েছে তাঁরা পাবেন না। মাসিক ১৫ হাজারের বেশি আয়ের পরিবার এবং ইনকাম ট্যাক্সের অধীন পরিবারগুলি এই প্রকল্পের টাকা পাবে না।
পাশাপাশি যাঁদের আড়াই একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি আছে এবং যাঁদের ৫ একর অসেচযুক্ত কৃষি জমি রয়েছে তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না। অর্থাৎ যাঁদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তাঁরা আদৌ বাড়ি পাবেন কি না তা খতিয়ে দেখতেই এই এসওপি।