এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, নিজেদের এক মাসের মাইনে কাউন্সিলররা তুলে দেবেন কলকাতা পুরসভার মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্তর হাতে। সেই টাকা পাঠিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। এদিন চেয়ারপার্সন মালা রায় মুস্তাক আহমেদকে জানিয়েছেন, ‘‘এই মানসিকতা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ।’’ প্রস্তাবের উত্তর দিতে উঠে মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, যে সমস্ত কাউন্সিলররা ত্রাণ তহবিলে অর্থ দিতে চান তারা চেক দিতে পারেন। কিম্বা মুখ্য সচেতককে টাকা দিতে পারেন।
ফিরহাদের কথায়, আমি পুরসভা থেকে কোনওদিন মাইনে নিই না। তবে এই প্রস্তাবে সম্মতি জানিয়ে আমি নিজের এক মাসের মাইনে দান করলাম।’’ এদিন মেয়রের এই কথায়, টেবিল বাজিয়ে সমর্থন জানায়, তৃণমূল-বিজেপি-বাম কাউন্সিলররা। এদিন বাম সমর্থিত কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়েছেন মেয়র। কলকাতা পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যেই কলকাতা পুরসভার কাউন্সিলরদের গ্রুপে পুরসভার মুখ্য সচেতকের তরফে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া হয়েছে।