আর জি কর-কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে কলকাতায় দু’দিনের ধর্না-অবস্থান করবে কংগ্রেস। ধর্মতলা চত্বরে আজ, বুধবার ও কাল, বৃহস্পতিবার বেলা ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ধর্না কর্মসূচি চলবে। ধর্না ও সভার জন্য সেই মর্মে অনুমতি দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। মধ্য কলকাতা জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ওই ধর্নায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং আরও এক প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য-সহ অন্য নেতাদের উপস্থিত থাকার কথা।
প্রদেশ কংগ্রেসের সভাপতি বদলের পরে এই ধর্নাই হতে চলেছে প্রথম রাজনৈতিক কর্মসূচি। তবে কংগ্রেস সূত্রের খবর, এই কর্মসূচি পূর্ব নির্ধারিতই ছিল। অধীর প্রদেশ সভাপতি থাকাকালীন আর জি কর-কাণ্ডের প্রতিবাদে হাওড়া জেলা কংগ্রেসের ডাকে মিছিল এবং মধ্য কলকাতা জেলা কংগ্রেসের ডাকে ধর্না-অবস্থানের কর্মসূচি নেওয়া হয়েছিল। তার মধ্যেই এআইসিসি নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করেছে। সেই ঘোষণার পরের দিনই, রবিবার হাওড়া ময়দান থেকে শিবপুর কাজিপাড়া মোড় পর্যন্ত মিছিলে অংশগ্রহণ করেছিলেন অধীর। ধর্না-অবস্থানের সম্মতির জন্য অবশ্য আদালতের দ্বারস্থ হতে হয়েছিল কংগ্রেসকে। দলের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর সোমবার গিয়েছিলেন খানাকুলে বন্যা-দুর্গতদের পাশে দাঁড়াতে। পাশাপাশি, প্রদেশ সভাপতির দায়িত্ব নিয়ে শুভঙ্করও ত্রাণের কাজে জেলায় জেলায় যাওয়ার কর্মসূচি নিয়েছেন। সেই সঙ্গেই দলের নেতা-কর্মীদের প্রতি তাঁর আবেদন, প্রত্যেকে বাড়ির সামনে কংগ্রেসের পতাকা লাগান।