• ফরাক্কার ফিডার ক্যানালে স্নান করতে নেমে তলিয়ে গেল ছাত্র
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, জঙ্গিপুর: বুধবার দুপুরে ফরাক্কার ফিডার ক্যানালে স্নান করতে নেমে পঞ্চম শ্রেণির এক ছাত্র তলিয়ে যায়।  পুলিস জানিয়েছে, নিখোঁজের নাম রনি শেখ। তার বাড়ি ফরাক্কা থানার বলিদাপুকুর গ্রামে। সে ফরাক্কা অর্জুনপুর হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। এদিন সে বাড়ি থেকে কিছুটা দূরে ফিডার ক্যানলের জলে স্নান করতে নামলে আচমকাই তলিয়ে যায়। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারাই পরিবারে খবর দেয়। পরে পুলিস খবর পেয়ে ঘটনাস্থলে আসে। স্থানীয় ডুবুরি নামিয়ে জলে সন্ধান চালায় পুলিস। এদিন সন্ধ্যা পর্যন্ত ওই নাবালকের কোনও সন্ধান মেলেনি। ক্যানালে জলের স্রোত থাকায় সে আর ফিরে আসতে পারেনি বলে অনুমান পুলিসের। 


    খবর পেয়ে ঘটনাস্থলে যান ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক। তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। ছেলেটিকে এখনও পাওয়া যায়নি। ডুবুরিকে খবর দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রঘুনাথগঞ্জের পদ্মানদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া যুবক নাসির শেখের সন্ধানে জলে সন্ধান চালায় এনডিআরএফ টিম। যদিও বুধবার তাঁর খোঁজ মেলেনি।
  • Link to this news (বর্তমান)