উত্তরে দিনভর আবহাওয়া মনোরম, শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: আজ, বৃহস্পতিবার ও আগামী কাল, শুক্রবার উত্তরবঙ্গের চার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলায় লাল সতর্কতা জারি করেছে সিকিমের কেন্দ্রীয় আবহাওয়া অফিস। আগামী শনিবারও উত্তরের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির ভ্রুকুটি। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় রয়েছে হলুদ সঙ্কেত। অন্যদিকে, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে, একটানা প্রখর দাবদাহে অসহ্য গরমের পর মঙ্গলবার বিকেল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বস্তির আবহাওয়া ফিরে আসে। মঙ্গলবার বিকেল থেকেই বিভিন্ন জেলায় কালো মেঘে আকাশ ছেয়ে যায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়। তবে মঙ্গলবার গভীর রাতে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গিয়েছে। বুধবার সকালে সংশ্লিষ্ট জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলা দুপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়।
বুধবার গোটা উত্তরবঙ্গেরই আবহাওয়া বেশ ঠান্ডা ও মনোরম ছিল। প্রবল গরমের পর উত্তরের জেলাগুলির মানুষ বুধবারের মনোরম আবহাওয়া বেশ উপভোগ করেছে। সিকিমের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার চার জেলায় লাল সতর্কতা আছে। ফলে সমস্ত জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
সিকিমের আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উত্তরবঙ্গের আকাশে সঞ্চার হয়েছে। এর জেরেই আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবক’টি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও আছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গের পরিবেশ ফের স্বাভাবিক হতে শুরু করবে। (বৃষ্টির মধ্যে বাড়ির পথে। শিলিগুড়িতে তোলা নিজস্ব চিত্র। )