সংবাদদাতা, বানারহাট: বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক একটি চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগানে। বেশ কিছুদিন থেকেই চা বাগানে চিতার আনাগোনা লক্ষ্য করছিলেন শ্রমিকরা। খবর দেওয়া হয় বনদপ্তরে। প্রায় দুই সপ্তাহ আগে বনদপ্তর ছাগলের টোপ দিয়ে বাঘ ধরার খাঁচা পাতে। এদিন সকালে ২৬ নম্বর সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ে চিতাবাঘ।
বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার ভারপ্রাপ্ত রেঞ্জার হিমাদ্রি দেবনাথ বলেন, এদিন একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘকে উদ্ধার করা হয়েছে। চিতাবাঘটি সুস্থ থাকায় গোরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ওই বাগানে আরও চিতাবাঘ থাকতে পারে। সেই কারণেই ফের বাগানে খাঁচা পাতা হতে পারে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।
এদিন সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এলে নজরে আসে খাঁচাবন্দি চিতাবাঘ। তাঁরা বিষয়টি বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখায় জানান। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এসে খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকে আমবাড়ি চা বাগানের ১০ নম্বর সেকশনে একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছিল। কিন্তু সকাল হতেই বাঘটি খাঁচা ভেঙে একজনকে জখম করে ফের চা বাগানের ভিতরে পালিয়ে যায়। এরপর থেকেই বাগানের শ্রমিকদের মধ্যে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেসময় বাঘটিকে ফের ধরতে বনদপ্তর ১০ ও ২৬ নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে। অবশেষে দুই সপ্তাহ পর খাঁচাবন্দি হল চিতাবাঘ। স্বস্তি ফেরে চা বাগানের আবাসিকদের মধ্যে। - প্রতীকী চিত্র।