মণ্ডপেও ডেঙ্গু সতর্কবার্তা রাখার নির্দেশ, নিরঞ্জন হবে একই দিনে
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, ময়নাগুড়ি: একইদিনে হবে ময়নাগুড়ির সব ক্লাবের দুর্গাপ্রতিমার বিসর্জন। পাশাপাশি প্রত্যেকটি ক্লাবকে ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। মণ্ডপেও নিতে হবে সতর্কতা। এজন্য ক্লাবগুলিকে দেওয়া হবে দু’টি ডাস্টবিন। পুজোর সময় সেখানেই বর্জ্য ফেলতে হবে। বুধবার ময়নাগুড়ি শহরের বিভিন্ন পুজো উদ্যোক্তা ক্লাবগুলিকে নিয়ে বৈঠক করে এমনই সিদ্ধান্ত নিল ময়নাগুড়ি পুরসভা। শহরকে ডেঙ্গু মুক্ত করতে পুরসভার এই পদক্ষেপ।
দুর্গাপুজোকে কেন্দ্র করে বুধবার পুরঅফিসে বৈঠক ডাকা হয়। উপস্থিত ছিলেন পুরচেয়ারম্যান অনন্তদেব অধিকারী, ভাইস চেয়ারম্যান মনোজ রায় সহ পুরআধিকারিকরা। ময়নাগুড়ি শহরের বিভিন্ন ক্লাবগুলিও বৈঠকে হাজির ছিল।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, মণ্ডপ এবং মণ্ডপ চত্বরকে আবর্জনা মুক্ত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য ক্লাবগুলিকে দু’টি করে ডাস্টবিন দেওয়া হবে। একটিতে পচনশীল ও অপরটিতে অপচনশীল বর্জ্য রাখতে হবে। কোথাও যেন বর্জ্য পড়ে না থাকে সেটাও ক্লাবগুলিকে দেখতে হবে। প্রত্যেকটি ক্লাবের সঙ্গে নির্মলসাথীদের ট্যাগ করে দেওয়া হবে। তারা প্রতিদিন বর্জ্য সংগ্রহ করবেন। এছাড়াও পুরসভার পক্ষ থেকে প্রত্যেকটি ক্লাবকে ডেঙ্গু এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ফ্লেক্স দেওয়া হবে।
পুরসভা জানিয়েছে, বিসর্জনের ক্ষেত্রে ডিজে ব্যবহার করা যাবে না। কারণ গতবছর ডিজে নিয়ে নানা সমস্যা দেখা দিয়েছিল। বিভিন্ন ক্লাবের ডিজে মেশিন বাজেয়াপ্ত করেছিল প্রশাসন। আগেভাগে পুরসভার পক্ষ থেকে প্রত্যেকটি ক্লাবকে জানিয়ে দেওয়া হয়েছে ডিজে ব্যবহার না করতে। বাইরে থেকে আসা দর্শনার্থীদের সহযোগিতা করতে হবে।
ডেঙ্গু প্রসঙ্গে ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্যআধিকারিক সীতেশ বর বলেন, ময়নাগুড়িতে নতুন করে এক সপ্তাহে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, দুর্গাপুজোর উদ্যোক্তা প্রত্যেকটি ক্লাবকে কী কী উপায় অবলম্বন করতে হবে তা নিয়ে বৈঠক ছিল। তাদের সব জানিয়ে দেওয়া হয়েছে। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে ডেঙ্গুর প্রভাব বেশি দেখা যায়। সে কারণে প্রত্যেককে সতর্ক হতে হবে। পুজোর আগে এবং পরে মণ্ডপ চত্বর পরিচ্ছন্ন রাখতে হবে। অনেক সময় প্রচুর কন্টেনার পড়ে থাকে। সেখানে যেন জল না জমে, সেটা দেখতে হবে।