ভিন রাজ্য থেকে ঢুকছে অবৈধ মদ, বিশেষ অভিযানে ধৃত দুই
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চাহিদা প্রচুর। শিলিগুড়িতে ক্লাব-বারের রমরমায় পুজোর চারদিন ঢালাও মদ বিক্রি। সেই সুযোগে উত্তরের জেলাগুলিতে ঢুকছে ভিনরাজ্যের অবৈধ মদ। কর ফাঁকি দিয়ে একশ্রেণির ব্যবসায়ী সেগুলি আমদানি করছে। এভাবে আন্তঃরাজ্য মাফিয়াদের হাত ধরে সিকিম, অসমের মদ ছেয়ে যাচ্ছে শিলিগুড়ি। বাদ যাচ্ছে না পাশের জেলাগুলিও। শিলিগুড়িকে সফট টার্গেট করে প্রতিবেশী দেশ ভুটান থেকেও চোরাপথে বিদেশি মদ ঢুকছে। এই অবৈধ কারবার রুখতে রাজ্য ও আর্ন্তজাতিক সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। তাতে মিলছে সাফল্যও। মঙ্গলবার রাতে সিকিম থেকে শিলিগুড়িতে বিপুল পরিমাণ অবৈধ মদ প্রবেশের আগেই তা বাজেয়াপ্ত করেছে আবগারি দপ্তরের জলপাইগুড়ি ডিভিশন ও কার্শিয়াং পুলিস। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে আবগারি দপ্তর। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঘটনায় জড়িত দুই অভিযুক্তের নাম সন্দীপ রাই এবং প্রজ্ঞান রাই। অভিযুক্ত দু’জনের বাড়ি কার্শিয়াংয়ের বিজনবাড়ির সিংলায়।
আবগারি দপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের স্পেশাল কমিশনার সুজিত দাস বলেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। খবর আসে সিকিমের একটি গাড়ি সিকিম মদ নিয়ে দার্জিলিং হয়ে শিলিগুড়ি প্রবেশ করবে। সেই মোতাবেক পুলিসকে সঙ্গে নিয়ে অভিযান হয়। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বুধবার দুই অভিযুক্তকে কার্শিয়াং আদালতে পেশ করা হয়েছে। আদালত দুই অভিযুক্তের জামিন খারিজ করে দিয়েছে। সুজিতবাবু বলেন, পুজোর আগে সমস্ত রাজ্য ও ভুটান সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
মঙ্গলবার বিকেল নাগাদ স্পেশাল কমিশনার অফ রেভিনিউ (আবগারি দপ্তর) থেকে খবর আসে, বিপুল পরিমাণ মদ নিয়ে সিকিম থেকে একটি গাড়ি দার্জিলিং প্রবেশ করবে। গাড়িটি ঘুম ও জোরথাং দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। খবরের ভিত্তিতে আবগারিদপ্তর ও দার্জিলিং পুলিসের দুটি দল দুই এলাকায় ফাঁদ পাতে। রাতে নির্দিষ্ট নম্বরের গাড়িটিকে জোরথাং এলাকায় আসতে দেখে আবগারি দপ্তর। কিন্তু পাহাড়ে অতিভারী বৃষ্টির জেরে সেই গাড়িটি আবগারি দপ্তরের নজর এড়িয়ে পালিয়ে যায়। সেই গাড়িটির পিছু ধাওয়া করে পুলিস ও আবগারি দপ্তর। পরে গাড়িটি আটক করা হয়।