সাব স্টেশনের জমি দেখতে গিয়ে বাধার মুখে সরকারি আধিকারিকরা
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, আলিপুরদুয়ার: সাব স্টেশনের জন্য জমি দেখতে গিয়ে স্থানীয়দের বাধায় ফিরে এল বিদ্যুৎ বণ্টন কোম্পানি ও ভূমিদপ্তরের লোকজন। বুধবার ঘটনাটি ঘটে পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পলাশবাড়িতে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
শালকুমার মোড় ও পলাশবাড়ির মাঝে ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা ফ্লাড শেল্টার ও পিএইচই’র জলের রিজার্ভারের পাশে থাকা একটি খাস জমি আছে। ভূমিদপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই জমির পরিমাণ ৯.৩ একর। ফাঁকা জমিটি খেলার মাঠ, পুজো ও কীর্তনের আসর হিসেবে ব্যবহার করেন স্থানীয় বাসিন্দারা ও একটি ক্লাবের সদস্যরা।
সাব স্টেশনের জন্য সেই জমি খতিয়ে দেখতে এলে স্থানীয়রা বিদ্যুৎ বণ্টন কোম্পানি ও ভূমিদপ্তরের লোকজনকে ঘিরে বিক্ষোভ দেখায় এদিন। বিক্ষোভের মুখে পড়ে সরকারি আধিকারিকরা ফিরে যেতে বাধ্য হন। বিদ্যুৎ বণ্টন কোম্পানির মেজবিল স্টেশন ম্যানেজার জীবানন্দ রায় বলেন, শালকুমার-১, ২ ও পূর্ব কাঁঠালবাড়ি তিনটি গ্রাম পঞ্চায়েতে বিদ্যুতের লো ভোল্টেজ সমস্যা কাটাতেই একটি সাব স্টেশন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনটি গ্রাম পঞ্চায়েতে এলাকায় প্রায় ২০ হাজার গ্রাহক। সেই সাব স্টেশনের জন্য পলাশবাড়িতে খাস জমি পরিদর্শনে গেলে স্থানীয়রা আপত্তি জানায়। তাই অন্য এলাকায় জমি দেখা হবে। যদিও স্থানীয় বাসিন্দা নিখিল পোদ্দার বলেন, ওই জমিটিতে খেলাধুলো, বাসন্তীপুজো ও কীর্তন হয়। সেখানে সাব স্টেশন হলে সব বন্ধ হয়ে যাবে। তারজন্যই স্থানীয় বাসিন্দারা বাধা দিয়েছে। তবে এদিনই আধিকারিকদের অন্য এলাকায় জমি দেখানো হয়েছে।