থানায় ডেকে প্রাক্তন কং বিধায়ক মোত্তাকিনকে জিজ্ঞাসাবাদ, ক্ষোভ
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, মানিকচক: এনায়েতপুরকাণ্ডে মানিকচকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলমকে তলব মানিকচক থানার। নোটিস জারি করে বুধবার থানায় সশরীরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল প্রাক্তন বিধায়ককে। এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে পুলিস সূত্রে খবর। কংগ্রেস নেতাকে থানায় ডাকায় ক্ষুব্ধ মানিকচকের কংগ্রেসের কর্মী, সমর্থকরা। ‘ষড়যন্ত্র’ করে প্রাক্তন বিধায়ককে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তাঁরা। যদিও মানিকচক থানার এক পুলিস অধিকারিকের দাবি, শুধুমাত্র তদন্তের স্বার্থে মোত্তাকিন আলমকে তলব করা হয়েছে। গত ১৮ জুলাই বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে মানিকচকে ১১টি জায়গায় পথ অবরোধ হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে এনায়েতপুরে পুলিস- বিক্ষোভকারীদের গণ্ডগোল বাধে। পুলিসের গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় মানিকচক থানার আইসি ও এক এএসআইয়ের মাথা ফেটে যায়। পুলিসও গুলি চালায় বলে অভিযোগ উঠেছিল। এই ঘটনার প্রেক্ষিতে ১৯টি ধারায় মামলা রুজু করে মানিকচক থানার পুলিস। বুধবার থানা থেকে বেরিয়ে মোত্তাকিন বলেন, তৃণমূলের চক্রান্তে পুলিস ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে চাইছে। প্রাক্তন বিধায়কের দাবি, এনায়েতপুরে অবরোধে যুক্ত ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, নেতা ও কর্মীরা। কংগ্রেসের কর্মী, সমর্থকদের উপস্থিতি ছিল খুবই কম। এদিকে তৃণমূলের মানিকচক ব্লক সভাপতি মাহফুজুর রহমান বলেন,পুলিস তৃণমূলের কথায় চলবে কেন? পুলিস নিজেদের কাজ করছে মানিকচক ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমানের দাবি, সম্প্রতি মানিকচকের ধরমপুর বাজারে কংগ্রেস নেতাকে বোমা মেরে হত্যা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাদের গ্রেপ্তারের দাবিতে পুলিসকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন প্রাক্তন বিধায়ক মোত্তাকিন। যার ফলে পুলিস চাপে রয়েছে। পাল্টা মোত্তাকিনকে চাপে ফেলতে পুলিসের এই কৌশল।