• ডেঙ্গুর ভয়, রায়গঞ্জে প্রতি ওয়ার্ডে ছাড়া হল ৭৫ হাজার গাপ্পি
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, রায়গঞ্জ: দফায় দফায় বৃষ্টির জেরে ডেঙ্গু নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন রায়গঞ্জ শহরবাসী। বিভিন্ন জায়গায় জল জমা শুরু হওয়ায় সেই ভয় আরও বাড়ছে। শহরের বাসিন্দা অজয় সরকার বলেন, ডেঙ্গু নিয়ে বরাবর ভয় কাজ করে। গরম থেকে স্বস্তি দিলেও বৃষ্টির ফলে ড্রেনে জল জমে থাকছে। নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন।


    পুরসভা সূত্রে জানা গিয়েছে, জল যাতে আটকে না যায়, তার জন্য শহরের প্রত্যেকটি ড্রেন পরিষ্কারের কাজ চলছে। এছাড়া মশার লার্ভা নষ্ট করতে প্রত্যেকটি ওয়ার্ডে ৭৫ হাজার করে গাপ্পি মাছ ছাড়া হয়েছে। বুধবার ফের ৭৫ হাজার করে গাপ্পি মাছ দেওয়া হল। রায়গঞ্জ পুরবোর্ডের সদস্য সাধন বর্মন বলেন, ডেঙ্গুমুক্ত শহর গড়ে তোলা আমাদের প্রধান লক্ষ্য। চলতি মরশুমে ডেঙ্গুতে ৮ জন আক্রান্ত হয়েছেন। মৎস্য দপ্তরের উদ্যোগে ফের গাপ্পি মাছ ছাড়া হয়েছে। এছাড়া যেখানে সেখানে আবর্জনা যাতে না ফেলা হয়, তার জন্য সচেতন করতে প্রত্যেকটি ওয়ার্ডে ১০টি করে ফ্লেক্স দেওয়া হয়েছে। এদিন মত্স্য দপ্তরের আধিকারিক শতরূপা ঘোষ ও কো-অর্ডিনেটর চৈতালী ঘোষ উপস্থিত ছিলেন কর্মসূচীতে। 
  • Link to this news (বর্তমান)